Robbery

মেয়ের বিয়ের আগেই সর্বস্ব হারিয়ে মাথায় বর্জ্রাঘাত গৃহকর্ত্রীর

দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ড বিদ্যাসাগর পল্লীর মধুমিতা পালের বাড়িতে

বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর : ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মেয়ের বিয়ের আগেই সর্বস্ব হারিয়ে মাথায় বর্জ্রাঘাত গৃহকর্ত্রীর। ঘটনাস্থলে পুলিশ। দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ড বিদ্যাসাগর পল্লীতে। সূত্র মারফত খবর, বিদ্যাসাগর পল্লীর একটি বাড়িতে থাকেন মধুমিতা পাল। স্বামী মারা গেছেন বহুদিন আগে। বর্তমানে তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তাঁর মেয়ে কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকে। অন্যান্য দিনের মতো বুধবার সকালেও তিনি কাজে গিয়েছিলেন। রাত সাড়ে আটটা নাগাদ কর্মস্থান থেকে বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির সদর দরজা ভাঙা। বাড়ির ভেতরে প্রবেশ করতেই মাথায় হাত তাঁর।  ঘরের ভেতর সবকিছু লণ্ডভণ্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আলমারি ভাঙা। মেয়ের বিয়ের গয়না সহ সোনা, রুপো এবং নগদ মিলিয়ে প্রায় দেড় থেকে দু'লক্ষ টাকা চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যায়। খবর দেওয়া হয় পুলিশে।

গৃহকর্ত্রীর চুরি যাওয়া জিনিসপত্রের বিবরণ 

ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। গৃহকর্ত্রী মধুমিতা পালের অভিযোগ , "তাঁর স্বামী অনেকদিন আগেই মারা গেছেন। মেয়ে কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকে। সম্প্রতি মেয়ের বিয়েও ঠিক হওয়ায় একটু একটু করে মেয়ের বিয়ের জন্য কেনাকাটা শুরু করেছিলেন তিনি। বিয়ের গয়না ও জিনিসপত্র বাড়ির আলমারিতেই  রাখা ছিল। অন্যান্য দিনের মতো এদিনও তিনি কাজে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা খোলা। তিনি ভেবেছিলেন হয়ত তাঁর মেয়ে সারপ্রাইজ দেবার জন্য আগেই বাড়িতে চলে এসেছে। কিন্তু মেয়েকে ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ঠেলে বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখেন ঘরের ভেতর সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আলমারিও ভাঙা।

মেয়ের বিবাহের অলঙ্কার, মেয়ের বরকে আশীর্বাদ করার জন্য কিনে রাখা সোনার আংটি  চুরি 

 আলমারিতে রাখা মেয়ের বরকে আশীর্বাদ করার জন্য কিনে রাখা সোনার আংটি, বেশ কিছু সোনার অলংকার এবং নগদ টাকা সবকিছুই হাতিয়ে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এমনকি সদ্য কেনা দুটি ঘড়ি সহ বাড়িতে থাকা একাধিক মূল্যবান জিনিসপত্রও নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।" স্থানীয় বাসিন্দা অজিত কুমার সিং জানান, "এই এলাকা শৃঙ্খলাবদ্ধ। এলাকার মানুষ এই কাজ করবে না। অন্য কারো কাজ এটা। তবে ওই মহিলার বাড়ির ভেতর থেকে সোনা, রুপোর অলংকার নগদ টাকা সবই চুরি গেছে। তাই অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।"  আপাতত পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement