Athlete

শ্রীলঙ্কায় ভেটারেন্স মিটে বিরাট সাফল্য চল্লিশোর্ধ অ্যাথলিট সুপ্রিয়া দাসের

শ্রীলঙ্কার রাজাপক্ষে স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩৮  তম অ্যানুয়াল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় যোগ দিয়ে ইংরেজবাজারের গৃহবধূ সুপ্রিয়া দাস ৬ টি ইভেন্টে অংশ গ্রহণ করে ১৫০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক জয় করেন।এছাড়া  ৪০০মিটার দৌড় , ম্যারাথন রেস , রিলে রেস ও ৫০০০ মিটার হাঁটা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়

বিদ্যুৎ ভৌমিক। ১৫ ই জুলাই ২০২৫।  সাফল্য বয়সে কোন ছায়া ফেলতে পারে না ।তাই অভাবনীয় সাফল্য বয়সকে হার মানিয়ে আপন গতিতে প্রসার লাভ করে ।তা না হলে এই ৪৫ বৎসর বয়সে মালদহ জেলার ইংরেজবাজারের গৃহবধূ সুপ্রিয়া দাস শ্রীলঙ্কায় আয়োজিত অ্যানুয়াল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৬ টি ইভেন্টে অংশ গ্রহণ করে সবকটিতেই পদক দখল করে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ক্রীড়া জগতে অসামান্য অবদান রেখে সাড়া জাগিয়েছে যা কম কথা নয় ।তাঁর এই অভূতপূর্ব ক্রীড়া সাফল্য নব প্রজন্মের কাছে আশার আলো জ্বেলে দিয়েছে, প্রেরণা জুগিয়েছে ও দৃষ্টান্ত স্থাপন করেছে সুপ্রিয়া দেবী নিজেও লড়াই থেকে স্বপ্নকে সার্থক করে নিজেকে ধন্য মনে করেছেন ।

সূত্র মারফৎ জানা যায় যে, মালদহের ইংরেজবাজারসিঙ্গাতলার গৃহবধূ সুপ্রিয়াদাস আদতে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেন ।শিক্ষকতার পাশাপাশি তিনি অনেক আগে থেকেই অ্যাথলেটিক্স জগতে পা রেখেছেন।সেই সুবাদে রাজ্য ও জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে অজস্র পুরস্কারে ভূষিত হয়েছেন ।ঘরসংসার বজায় রেখে দীর্ঘ দিন ধরে তিনি খেলার মাঠে দৌড়ে অংশ নিয়ে থাকেন , এটা তাঁর এক ধরনের নেশা বলা যায় ।তাঁর স্বামী রাজু ঘোষ পুলিশে চাকরি করেন ।তাঁর ছেলে কলকাতার কলেজে পড়াশুনা চালিয়ে যাচ্ছে ও মেয়ে স্হানীয় স্কুলের মাধ্যমিক ছাত্রী।আরও জানা যায় যে, সম্প্রতি শ্রীলঙ্কার রাজাপক্ষে স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩৮  তম অ্যানুয়াল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় যোগ দিয়ে ইংরেজবাজারের গৃহবধূ সুপ্রিয়া দাস ৬ টি ইভেন্টে অংশ গ্রহণ করে ১৫০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক জয় করেন।এছাড়া  ৪০০মিটার দৌড় , ম্যারাথন রেস , রিলে রেস ও ৫০০০ মিটার হাঁটা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় নিজের মুঠোয় আনতে সমর্থ হন।তাঁর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইংরেজবাজার যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃন্দাবন মাঠে তাঁকে সংবর্ধিত করা হয় ।মালদহ জেলার ক্রীড়া সংস্থাও সুপ্রিয়ার এই সাফল্যে খুবই উচ্ছ্বসিত ।এই সংস্থা সুপ্রিয়াকে আগামী দিনে চলার পথে প্রেরণা জুগিয়ে সংস্হার সম্পাদক নারায়ণ চৌধুরী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।এ বিষয়ে সুপ্রিয়া তাঁর প্রতিক্রিয়ায় জানান যে, শ্রীলঙ্কায় আন্তর্জাতিক মিটে ১৫ টি দেশের বাঘা বাঘা প্রতিযোগীরা অংশ গ্রহণ করেছিলেন ।তন্মধ্যে তিনি ১ টি ইভেন্টে স্বর্ণ পদক ও বাকি ৫ টিতে ব্রোঞ্জ পদক দখল করে পশ্চিমবঙ্গ তথা দেশের সুনাম বিশ্বের দরবারে পৌঁছে দিতে সমর্থ হয়েছেন।এটা তাঁর কাছে গর্বের বিষয় ।

ভাবতে অবাক লাগে যে, ঘরসংসার সামলে স্কুলে শিক্ষকতা করার পরেও বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা চাট্টিখানি ব্যাপার নয় ।এর জন্য তাঁকে অনেক মেহনত করতে হয়েছে ।এতেও তিনি  হাল ছাড়ার পাত্রী নন।এখন তিনি স্বপ্ন দেখেন আরও বিরাট সাফল্য তুলে আনতে ।তাঁর কথায় : ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরের এই ধরনের প্রতিযোগিতা যেখানেই অনুষ্ঠিত হবে, সেখানেই তাঁর অংশ গ্রহণ করার ইচ্ছে আছে ।সেই সঙ্গে ইংরেজবাজারে  বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের অ্যাথলেটিক্সে প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি  সচেষ্ট আছেন ।এজন্য সরকারি সাহায্য দানের ব্যবস্থা করা আশু প্রয়োজন ।এর জন্য তিনি উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবেন বলে জানা যায় ।
ছবি  : সংগৃহীত ।

Advertisement