Drug trafficking

আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকার মাদক সহ গ্রেফতার বিহার রাজ্যের কুখ্যাত নেশা পাচারকারী!

আগরতলা জিআরপি থানার পুলিশ, এবং আগরতলা আর পি এফ মিলে বিহার রাজ্যের মেডিপুরা এলাকার রাহুল কুমার নামে ১৮ বছরের একজন কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করেছে  আগরতলা রেলওয়ে স্টেশন থেকে

ত্রিপুরা, বিক্রম কর্মকার। ১৭ই জুলাই ২০২৫। ত্রিপুরায় প্রতিনিয়ত পুলিশের নেশা বিরোধী অভিযান জারি থাকলেও নেশা পাচারকারীদের পাচার বাণিজ্য কিছুতেই বন্ধ হচ্ছে না। এবার নেশা পাচারকারীরা বহি :রাজ্যে নেশাপাচার করার জন্য বেছে নিয়েছে আগরতলা রেলওয়ে স্টেশনকে। আবারো আগরতলা জিআরপি থানার পুলিশ, এবং আগরতলা আর পি এফ মিলে বিহার রাজ্যের মেডিপুরা এলাকার রাহুল কুমার নামে ১৮ বছরের একজন কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করেছে  আগরতলা রেলওয়ে স্টেশন থেকে, এবং তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৭টি প্যাকেটে মোড়ানো অবস্থায় ৭ কেজি ২৬৫ গ্রাম অবৈধ শুকনো গাঁজা।

আগরতলা জিআরপি ও রেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত নেশা পাচারকারী রাহুল কুমার জানায় যে, তার উদ্দেশ্য ছিল অবৈধ গাঁজাগুলি নিয়ে ট্রেনে করে অসমের করিমগঞ্জ যাবে এবং সেখান থেকে গাঁজাগুলি কানপুর পাচার হবে। ধৃত নেশা পাচারকারীর বিরুদ্ধে আগরতলা জিআরপি থানাতে একটি এন ডি পি এস ধারায় মামলা নিয়ে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস।

 এই নেশা পাচার মামলাতে আরো অনেক নেশা পাচারকারী গ্রেফতার হতে পারে বলে তিনি জানিয়েছেন। এই গাঁজা গুলি পাঞ্জাবে প্রায় ২৫ হাজার টাকা  কেজি মূল্যে বিক্রি  হয় বলে ধৃত নেশা পাচারকারী রাহুল কুমার আগরতলা জিআরপি ও রেল পুলিশকে জানিয়েছে।  গাঁজা গুলির সর্বমোট বাজার মূল্য প্রায়- ১ লক্ষ  ৮০ হাজার টাকা।

Advertisement