Drug trafficking

১ কোটি ৩৫ লক্ষ টাকার নেশার ইয়াবা ট্যাবলেট সহ আগরতলা আমতলী থানার পুলিশের জালে সঞ্জয় সূত্রধর নামে এক নেশা পাচারকারী

আগরতলা আমতলী থানার পুলিশের জালে সঞ্জয় সূত্রধর নামে নেশা পাচারকারী গ্রেফতার

ত্রিপুরা,বিক্রম কর্মকার : নেশা পাচারকারীদের বিরুদ্ধে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কড়া বার্তার পরে ও ত্রিপুরায় বন্ধ নেই নেশার পাচার বাণিজ্য। এবার ৯০ হাজার নেশার ইয়াবা ট্যাবলেট সহ আগরতলা আমতলী থানার পুলিশের জালে সঞ্জয় সূত্রধর নামে এক নেশা পাচারকারী। রবিবার আগরতলা আমতলী থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওসি পরিতোষ দাস জানিয়েছেন, আজ থেকে গত কিছুদিন আগে আমতলী বাইপাস সড়কে একটি অটো গাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ হাজার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ অটো চালককে গ্রেফতার করেছিল আমতলী থানার পুলিশ। যার কালোবাজারি মূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকা। 

 এই ব্যাপারে আমতলী থানার পুলিশ  এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে ধৃত অটো চালককে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠায়  এবং আদালত পুলিশের সেই রিমান্ড মঞ্জুর করে। পুলিশ ধৃত অটো চালককে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে তার সাথে এই নেশা পাচারের সাথে যুক্ত রয়েছে সঞ্জয় সূত্রধর নামে এক নেশা পাচারকারী। এই ঘটনা জানতে পেরে আমতলী থানার পুলিশ সঞ্জয় সূত্রধর নামে ওই নেশা পাচারকারীকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে। অবশেষে রবিবার দুপুরে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আগরতলা বাধারঘাট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত নেশা পাচারকারী সঞ্জয় সূত্রধরকে গ্রেফতার করতে সক্ষম হয় আমতলী থানার পুলিশ। রবিবার দুপুরেই ধৃত নেশা পাচারকারী সঞ্জয় সূত্রধরকে ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে আমতলী থানার পুলিশ।  নেশা পাচারকারী কাউকেই ছাড় দেওয়া হবে না কড়া বার্তা আমতলী থানার ওসি পরিতোষ দাসের।

Advertisement