Athletics

অভাবের তাড়নায় ট্র্যাকে জয়ী মগরার অ্যাথলিট দেবরাজ মল্লিক

৮০০ মিটার দৌড়কে নিজের প্রিয় ও সেরা ইভেন্টকে মান্যতা দিয়ে রাজ্য ও জাতীয় স্তরের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় নিজের জাত চিনিয়েছেন

বিদ্যুৎ ভৌমিক, ২৯ শে জুলাই :  নুন আনতে পান্তা ফুরানোর সংসারে শত অভাব প্রতিনিয়ত দরজায় কড়া নাড়ে ।তবুও অফুরান জেদ আর ইচ্ছাশক্তির কাছে অভাবকেও হার মানাতে বাধ্য  করেছেন হুগলি জেলার চুঁচুড়া মগরা ব্লকের অধিন কোলার গ্রামের উঠতি অ্যাথলিট দেবরাজ মল্লিক ।মগরার তরুণ প্রজন্মের তুখোড় ও লড়াকু  অ্যাথলিটের অ্যাথলেটিক্স জগতে পা রাখা খুব বেশি দিনের না হলেও এরই মধ্যে সাফল্যের ধারাবাহিকতায়  তাঁর নামের সুখ্যাতি প্রসার লাভ করেছে ।গরিব ঘরে জন্ম নেওয়া যে কি বিষম জ্বালা তা ২২ বছরে পদার্পণ করা বাগাটি শ্রীগোপাল ব্যানার্জি কলেজের শারীরশিক্ষার ছাত্রের আর টের পেতে বাকি নেই ।তবুও ৮০০ মিটার দৌড়কে নিজের প্রিয় ও সেরা ইভেন্টকে মান্যতা দিয়ে রাজ্য ও জাতীয় স্তরের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় নিজের জাত চিনিয়ে স্বীয় ক্রীড়া চাতুর্যের গুণে অজস্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি ।এজন্য  দেবরাজ নিঃসন্দেহে গর্বিত ।

সূত্র মারফৎ জানা যায় যে, দেবরাজের বাবা বিশু মল্লিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ।মাইনে খুবই কম ।ফলে স্বাভাবিকভাবেই ঠিক মতো সংসার চালানো কঠিন হয়ে পড়ে ।সে কারণে কষ্টের সংসারে আর্থিক অনটন গোটা পরিবারকে ভাবিয়ে তুলেছে ।অভাবের ভাবনায় মনের কোণে ক্ষোভ জমেছে ।বললেন, সংসার চালাতেই হিমসিম খাই।তার ওপরে বাড়তি খরচ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ।খেলার জন্য ছেলের সুষম খাদ্য জোটাতে পারিনি।ভালো রানিং স্যু নেই ।অভাবকে উপেক্ষা করেই দেবরাজ খেলায় নাম করেছে।তবে এভাবে কত দূর এগোনো যাবে, জানি না । আরও জানা যায় যে, অর্থনৈতিক দুরবস্থার কারণে কম দামের জুতো ব্যবহার করেই কম্পিটিশনে নেমে নিজের নামের প্রতি সুবিচার করে দেবরাজ ক্রীড়াঙ্গনে সাফল্যের ঝড় তোলেন ।তিনি বর্তমানে জিরাটের পাটুলি সংঘের ময়দানে হুগলি গ্রামীণ পুলিশের এএসআই অরবিন্দ দাসের প্রশিক্ষণে অ্যাথলেটিক্সে মনোনিবেশ করে নিজেকে গড়ে তুলতে সচেষ্ট হয়েছেন তিনি ।তাঁর এই অভাবনীয় সাফল্যের স্বীকৃতি স্বরূপ চলতি বছরের ২০ জুন তারিখে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত রাজ্য অ্যাথলেটিক্স মিটে অংশ নিয়ে ৮০০ মিটার দৌড়ে সেরার শিরোপা জিতে নেন ।গত ১৯ জুলাই বিহারের পাটনায় অনুষ্ঠিত ইন্ডিয়ান অ্যাথলেটিক্স ওপেন মিটে অংশ গ্রহণ করে উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রেখে দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়ে ক্রীড়াজগতে নিজের সাফল্যকে অক্ষুণ্ণ রেখেছেন ।আগামী ২০ আগস্ট চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য আন্তঃ রাজ্য জাতীয় গেমসে অংশ নেওয়ার জন্য মগরার অ্যাথলিট দেবরাজ এখন থেকেই  গভীর অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি পুরোদমে শুরু করেছেন ।

 অ্যাথলিট দেবরাজ মল্লিক সম্পর্কে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ( ক্রাইম  ) অভিজিৎ সিনহা মহাপাত্র বলেন যে, আমরা সর্বদা ওঁর পাশে আছি ।তবে সরকারিভাবে কিছু সাহায্য পেলে দেবরাজ খেলায় আরও উন্নতি করতে পারতেন ।দেবরাজের ক্রীড়াসাফল্যের কথা চাউর হওয়ার কারণে প্রশাসনিক স্তরেও সাড়া পড়ে গেছে ।চুঁচুড়া - মগরা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজীব পোদ্দার রাজ্য সরকারের যুব কল্যাণ দফতর থেকে কিছু সাহায্য করা যায় কিনা, সে বিষয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন ।দেবরাজের বাবা বিশু মল্লিকের ধারণা, সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ছেলে অনেক দূর এগোবে।সব বাধাবিপত্তির বেড়াজাল টপকে দেবরাজ খেলায় নিজের নাম ১ নম্বরে রাখতে চেষ্টার কোন রকম ত্রুটি করবেন না , এটা ধ্রুব সত্য ।দীর্ঘ লম্ফনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সম্মুখীন হয়ে তাঁর গতির কাছে প্রতিপক্ষ প্রতিযোগীরা  পরাস্ত হতে বাধ্য ।
ছবি  : সংগৃহীত ।

Advertisement