Bomb Blast

কাটোয়া'য় বোমা বিস্ফোরণে নিহত নানুরের সেহালা র বরকত সেখ

কাটোয়ার রাজুয়া গ্ৰামের একটি পরিত্যাক্ত ফাঁকা বাড়িতে চলছিল বোমা বাঁধার কাজ আর সেই বোমা বাঁধতে গিয়েই বোমা বিস্ফোরণ করে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের ভেঙে পড়ে ঘরের চাল ও দেওয়াল

শুভদীপ গুঁই; নানুর । ৫ই জুলাই ২০২৫। শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার রাজুয়া গ্ৰামে হঠাৎই বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা গ্ৰাম ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। আর সেই বোমার আঘাতেই নানুরের সূচপুরের সেহালা গ্ৰামের বছর (৩২) বরকত সেখের মৃত হয় ও আহত হয়েছে রাজুয়া গ্ৰামের জনা চারেক ব্যক্তি। তাঁদের উদ্ধার করে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে পড়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

সূত্র মারফৎ জানা গেছে, কাটোয়ার রাজুয়া গ্ৰামের একটি পরিত্যাক্ত ফাঁকা বাড়িতে চলছিল বোমা বাঁধার কাজ আর সেই বোমা বাঁধতে গিয়েই বোমা বিস্ফোরণ করে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের ভেঙে পড়ে ঘরের চাল ও দেওয়াল।

আর সেই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই জানা গেছে মৃত ব্যক্তি নানুরের সেহালা গ্ৰামের বাসিন্দা ও তিনি কাজল সেখের অনুগামী হিসেবে পরিচিত এলাকায়।

তবে এ প্রসঙ্গে মৃতার স্ত্রী ফুলটুসি খাতুন জানান, মহরমের খেলা দেখানোর নাম করে সেহালা গ্ৰামেরই একটি দলের সঙ্গে শুক্রবার দুপুরে বেরিয়ে যায় বরকত সেখ এরপরেই রাত্রি ২টো নাগাদ বাড়িতে পুলিশ এসে ঘটনার খবর দেয় আমাদের। তবে বরকত সেখ এই ঘটনায় যুক্ত আমরা বিশ্বাস করতে পারছিনা। বরকত রাজ মিস্ত্রির কাজ করে খায়। আর তাতেই কোন রকমে সংসার চলে তার একটি বছর (১২) পুত্র ও রয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে ওই ব্যক্তির ছবি দেখে প্রাথমিক ভাবে অনুমান করা গিয়েছে বিস্ফোরণে মৃত ব্যক্তিই নানুরের বাসিন্দা বরকত সেখ, তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই সত্যতা জানা যাবে।

যদিও এ নিয়ে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই, এমনকি বরকত বলে আমাদের দলে কেউ ছিল কি না জানা নেই।

Advertisement