Rape

৭ বছরের নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্ষককে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

৭ বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণের দায়ে অভিযুক্ত আকাশ নায়েক ভিলকে নামে ২৭ বছরের এক ধর্ষককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা করল ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক তথা পক্সো আইনের বিশেষ বিচারক গোবিন্দ দাস।

ত্রিপুরা,বিক্রম কর্মকার । ২৩, শে জুন ২০২৫। : ৭ বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণের দায়ে অভিযুক্ত আকাশ নায়েক ভিলকে নামে ২৭ বছরের এক ধর্ষককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা করল ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক তথা পক্সো আইনের বিশেষ বিচারক গোবিন্দ দাস। 

নাবালিকা কে ধর্ষণ 

ঘটনার বিবরণে জানা যায় গত ২০২৪ সালের ২৪ শে জানুয়ারি বিকেল আনুমানিক সাড়ে ৩টে নাগাদ বিলোনিয়া বড়পাথরী লক্ষীপুর এলাকায় ৭ বছরের এক নাবালিকা মেয়ে পাশের মহেশ্বর নায়েক ভিল নামে এক যুবকের বাড়িতে খেলতে গেলে সেখানে অভিযুক্ত আকাশ নায়েক ভিল নাবালিকা মেয়েটিকে মোবাইল দেখাবে বলে নিজের মাটির ঘরে ডেকে নিয়ে সেখানেই সে তার পাশবিক লালসা চরিতার্থ করে। 

পস্কো আইনে মামলা 

পরবর্তী সময়ে নাবালিকা ছোট্ট মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবা - মাকে সম্পূর্ণ ঘটনা  জানালে নাবালিকা মেয়েটির বাবা বিলোনিয়া মহিলা থানায় গিয়ে অভিযুক্ত ধর্ষক আকাশ নায়েক ভিলের বিরুদ্ধে মামলা করে। বিলোনিয়া মহিলা থানার পুলিশ সেই সময়ে ভারতীয় দণ্ডবিধির 354(b),376(a/b) এবং 6/8 of POCSO Act এ অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে। 

ধর্ষকের সাজা ঘোষণা

অবশেষে তদন্ত শেষে এই মামলার তদন্তকারী পুলিশ অফিসার স্বপ্না ভৌমিক ১৩ জনকে সাক্ষী করে আদালতে চার্জশিট প্রেরণ করে। ২৩ শে জুন ২০২৫ সোমবার আদালত এই মামলায় ১২ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে পক্সো আইনের স্পেশাল বিচারক গোবিন্দ দাস 10 of POCSO Act এ অভিযুক্ত ধর্ষণকারী আকাশ নায়েক ভিলকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা ঘোষণা করে। সরকারের পক্ষে এই মামলাটি পরিচালনা করেন পক্সো আইনের স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত।

Advertisement