Smuggling
ত্রিপুরায় গাঁজা পাচার চক্রের বিহার রাজ্যের মহিলা সহ ৭ নেশা পাচারকারী গ্রেফতার! উদ্ধার ২০ কেজি নিষিদ্ধ মাদক!
কল্যাণপুর আর.এস পাড়া এলাকায় এক সাদা রঙের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ শুকনো গাঁজা সহ ৭জন নেশা পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে প্রায় ২০ কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

ত্রিপুরা,বিক্রম কর্মকার। ৬ ই জুলাই ২০২৫। ত্রিপুরা খোয়াই জেলা কল্যাণপুর থানার পুলিশ দীর্ঘদিন পর মাদক বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। কল্যাণপুর আর.এস পাড়া এলাকায় নিয়মিত যানবাহন চেকিং চলাকালীন TR01CC0276 নম্বরের এক সাদা রঙের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ শুকনো গাঁজা সহ ৭জন নেশা পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে প্রায় ২০ কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
গাড়িতে থাকা ৬ জনের বাড়ি বিহার রাজ্যের ভাগলপুর জেলায় বলে জানা গিয়েছে। এছাড়াও ১ জন পশ্চিম ত্রিপুরা জেলা লেফুঙ্গা এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা, মাদক পাচারের বিষয়টি স্বীকার করে জানায়, অর্থের বিনিময়ে তারা এই কাজ করছিল। ধৃতদের নাম হলো : সাম্ভু কুমার মণ্ডল (২৩), অভদেশ কুমার মণ্ডল (২৪), মান্টু মণ্ডল (৩৭), অঞ্জনী মণ্ডল (৩৫), সঙ্গীতা কুমারী (২০), ললিতা দেবী (৩০) সকলেই বিহার রাজ্যের বাসিন্দা। গাড়ি চালকের নাম গৌতম দেববর্মা (৩৫) বাড়ি- পশ্চিম ত্রিপুরা জেলা লেফুঙ্গা এলাকায়। কল্যাণপুর থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে NDPS আইনের উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের খোয়াই জেলা আদালতে পাঠানো হয়েছে। থানার এক পুলিশ আধিকারিক কড়া বার্তায় বলেন, “ত্রিপুরাকে মাদকমুক্ত করতে ত্রিপুরা পুলিশ কোনো রকম আপোস করবে না। মাদকের সাথে যুক্ত কেউই রেহাই পাবে না। এই ঘটনায় আবারও একবার স্পষ্ট হল, ত্রিপুরাকে মাদকের করিডোর বানানোর চক্রান্তে যুক্ত অসাধু চক্র এখনো সক্রিয়। তবে, পুলিশের এই ধরনের তৎপরতাই একমাত্র প্রতিরোধের পথ।

Comments