Donald Trump

ভারত ভ্রমণে সতর্কবার্তা জারি করল মার্কিন শীর্ষকর্তা ডোনাল্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর হঠাৎ করেই ভারতের জন্য লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করল, যেখানে দেশটিতে ভ্রমণকারীদের জন্য ‘বাড়তি সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।

সঞ্জনা সমদ্দার, । ২২ শে জুন,২০২৫। : আজ ২২জুন ভারত ভ্রমনে জারি হল মার্কিন পররাষ্ট্র দফতরের নতুন সতর্কবার্তা।ইরান- ইজরায়েলের যুদ্ধের আবহ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের প্রতি কুটনৈতিক মগজদারির প্রতিক্রিয়া কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাকে পরিচালিত করবে! নানা প্রশ্নের মাঝে ভারতের কূটনৈতিক পরিকল্পনা কি হতে চলেছে , তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে । এরই মধ্যে,যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর হঠাৎ করেই ভারতের জন্য লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করল, যেখানে দেশটিতে ভ্রমণকারীদের জন্য ‘বাড়তি সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।

ভারতে মার্কিনবাসীদের বাড়তি সতর্কতা অবলম্বন

মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে ১৬ জুন জারি করা হয় সর্তকতা| এই সতর্কতার পেছনে কারণ হিসেবে "অপরাধ ও সন্ত্রাসবাদে"র কথা উল্লেখ করা হয়  এবং বলা হয়,ভারতের কিছু অঞ্চলে ঝুঁকির মাত্রা আরও বেশি।ভারতের অনেক গ্রামীণ এলাকায় মার্কিন নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সক্ষমতা সীমিত। পূর্ব মহারাষ্ট্র, উত্তর তেলেঙ্গানা থেকে শুরু করে পশ্চিম পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত কিছু অঞ্চলে ঝুঁকি বেশি মার্কিন অধিবাসীর। এছাড়াও,ভারতে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তারা বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মেঘালয় ও উড়িষ্যা রাজ্যের অধিকাংশ এলাকায় ভ্রমণের আগে অনুমতি নিতে বাধ্য। তবে এসব রাজ্যের রাজধানী শহরে যেতে হলে অনুমতির প্রয়োজন হয় না।

সতর্কবার্তায় কী করা যাবে আর কী করা যাবে না—

১. ভারতে স্যাটেলাইট ফোন বা জিপিএস ডিভাইস রাখা বেআইনি এবং এজন্য ২ লাখ মার্কিন ডলার জরিমানা বা সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ‘বিশেষ করে নারী হলে একা ভ্রমণ করা গ্রাহ্য নয়’ ।
২. ভারতে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তারা বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মেঘালয় ও উড়িষ্যা রাজ্যের অধিকাংশ এলাকায় ভ্রমণের আগে অনুমতি নিতে বাধ্য। অন্যদিকে, এসব রাজ্যের রাজধানী শহরে যেতে হলে অনুমতির প্রয়োজন নেই।
৩. জম্মু-কাশ্মীর, ভারত-পাকিস্তান সীমান্ত এলাকা, মধ্য ও পূর্ব ভারতের কিছু অংশে ভ্রমণে ‘অতিরিক্ত সতর্কতার প্রয়োজন’ বলে সতর্কবার্তায় উল্লেখ করেছেন মার্কিন দূতাবাস। এই অঞ্চলের রাজধানীর বাইরের কোনো এলাকায় যেতে চাইলে মার্কিন সরকারি কর্মীদের অবশ্যই আগাম অনুমতি নিতে হবে বলে সূত্রের দাবি । 
৪. এছাড়াও,স্থলপথে ভারত-নেপাল সীমান্ত অতিক্রম না করাই ভালো, কারণ এতে ইমিগ্রেশন-সংক্রান্ত জটিলতা, এমনকি আটক ও জরিমানার ঝুঁকি রয়েছে বলে মার্কিন দূতাবাস দাবি করছেন। এই সতর্কবার্তায় মণিপুরসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে।
সূত্র মারফত জানা যায়, শুরুতে ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন এবং সোমালিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল হোয়াইট হাইজ। এরপর উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও চাদের জনগণকেও এতে অন্তর্ভুক্ত করা হয়। ডোনাল্ড ট্রাম্প বলেন ,এই নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন কিছুকে আমাদের সীমান্তে পৌঁছাতে সফলভাবে বাধা দেবে ।অর্থাৎ, বলা যেতেই পারে, যুদ্ধ আবহে মার্কিন জনগনের উপর নিরাপত্তা রক্ষার্থে তৎপর ডোনাল্ড ট্রাম্প ।

Advertisement