SSC Recruitment
"নির্দিষ্টভাবে কোন চিহ্নিত অযোগ্য রা পরীক্ষায় বসতে পারবে না" রায় কলকাতা হাইকোর্টের
নির্দিষ্টভাবে কোন চিহ্নিত অযোগ্য রা পরীক্ষায় বসতে পারবে না। ইতিমধ্যে ফর্ম ফিলাপ করে থাকলে অযোগ্য রা তাদের ফর্ম বাতিল হবে, রায় কলকাতা হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি। ৭ জুলাই ২০২৫। আজ ৭ ই জুলাই সোমবার ২০২৫ এসএসসি নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ মামলার শুনানি ছিলো। সরকারের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা নিয়ে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসা নিয়ে সওয়াল করেন।
কলকাতা হাইকোর্ট আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বলেন, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, "নির্দিষ্টভাবে কোন চিহ্নিত অযোগ্য রা পরীক্ষায় বসতে পারবে না। ইতিমধ্যে ফর্ম ফিলাপ করে থাকলে অযোগ্য রা তাদের ফর্ম বাতিল হবে । রাজ্য সরকার চাইছে হাইকোর্টে অযোগ্য রা বসুক ২০২৫ এর এসএসসি নিয়োগের পরীক্ষায়। তবে এসএসসি ২০২৫ এর নিয়ম বিধি নিয়ে কোন মন্তব্য করেনি হাইকোর্ট। " এছাড়াও অযোগ্যদের বাদ দিয়ে নতুন নিয়োগ পরীক্ষার চালিয়ে যাওয়া কথা বলেছে হাইকোর্ট।
গত ১লা জুলাই মঙ্গলবার ২০২৫ এসএসসির নতুন নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তির চ্যালেঞ্জ মামলার শুনানি ছিলো কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশন কে প্রশ্ন করেন, "নতুন বিধি এনে জটিলতা কেন?" এছাড়াও আরও প্রশ্ন করেন বিচারপতি, "চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগে বারণ করা হলো না?" সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে পুরানো বিধি অনুযায়ী নিয়োগ হবে।প্রসঙ্গত ২০১৬ সালের এসএসসি নিয়োগ দূর্নীতিদের কারণে সুপ্রিম কোর্টে বাতিল করেছে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি, সু্প্রিম কোর্ট নতুন করে সিলেকশন প্রসেস করার নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশই পুনরায় ২০২৫ শে এসএসসি নিয়োগের পরীক্ষার নোটিফিকেশন জারি করে কমিশন। কিন্তু সেই নোটিফিকেশনে নিয়ে সংশয় প্রকাশ করে পরীক্ষার্থীদের একাংশ। ২০১৬ সালের নিয়মে বিজ্ঞপ্তি জারি হয়নি বলে প্রশ্ন পরীক্ষার্থীদের। সেই জন্য কলকাতা হাইকোর্টে ২০২৫ শে এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে মামলা হয়। ১ লা জুলাই সেই মামলা শুনানিতে একাধিক প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট।

Comments