International Yoga Day

বিশ্ব যোগ দিবসে পতঞ্জলি যোগ সমিতির উদ্যোগে বিশেষ আয়োজন, কোথায়?

পতঞ্জলি যোগ সমিতির পরিচালনায় বুধবার বালুরঘাটের দীপালি নগর ময়দানে অনুষ্ঠিত হবে যোগ মহোৎসব। শনিবার সকাল ৫:৩০ টায় অনুষ্ঠানের শুভ সূচনা হবে। উপস্থিত থাকবেন বালুরঘাট তথা জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। অংশ নেবে স্কুল-কলেজের পড়ুয়াড়াও।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট।২০ ই জুন ২০২৫ : ২১ জুলাই বিশ্ব যোগ দিবস। এই দিনটিকে বিশ্ব যোগ দিবস পালনের জন্য ২০১১ সালে ৬৯ তম সাধারণ সভায় রাষ্ট্রসংঘ একটি প্রস্তাব পাশ করে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা ছিল অনন্য।এছাড়া ২১ শে জুন এই দিনটি পালন করার আরও একটি কারণ রয়েছে। তা হল, এই তারিখটি উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। তাই এই বিশেষ দিনটির একটি তাৎপর্য রয়েছে।

যোগ দিবস পালনে জোর কদমে প্রস্তুতি বালুরঘাটে

বিশ্ব যোগ দিবস পালন হয় প্রায় সমস্ত জেলায়। সেই মত এবারে রাজ্যস্তরীয় যোগ মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাটে। পতঞ্জলি যোগ সমিতির পরিচালনায় বুধবার বালুরঘাটের দীপালি নগর ময়দানে অনুষ্ঠিত হবে যোগ মহোৎসব। শনিবার সকাল ৫:৩০ টায় অনুষ্ঠানের শুভ সূচনা হবে। উপস্থিত থাকবেন বালুরঘাট তথা জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। অংশ নেবে স্কুল-কলেজের পড়ুয়াড়াও। 

প্রভারি চন্দ্রকান্ত রাঠোর উপস্থিত থাকবেন

১১ তম বিশ্ব যোগ দিবসে রাজ্যস্তরীয় মহোৎসব সফল ভাবে সম্পন্ন করতে জোর প্রস্তুতি বালুরঘাটে। যোগ শিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন পতঞ্জলি যোগ সমতির রাজ্য প্রভারি চন্দ্রকান্ত রাঠোর সহ আরও অনেকে।

যোগ-ব্যায়াম হল দেহ এবং চেতনার মিলন। প্রতিদিনের জীবনে ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখতে সাহায্য করে। প্রথম আন্তর্জাতিক যোগ দিবসটি ১৫ ই জুন, ২০১৫ বিশ্বব্যাপী পালিত হয়েছিল। যোগ শব্দটি সংস্কৃত থেকে এসেছে। যার অর্থ হল যোগ দেওয়া বা একত্রিত হওয়া। যোগাসনের বহু উপকারিতা রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, বিভিন্ন ভাইরাসের সঙ্গে মোকাবিলা করা, মানসিক শান্তি লাভ সহ আরও অনেক উপকারিতা রয়েছে।

Advertisement