Tree plantation

পরিবেশপ্রেমী মানুষ সাগর কর চৌধুরী কর্মজীবনে বনকর্মী এবং পরে ফরেস্ট রেঞ্জ অফিসার অবসর জীবনে এসেও নিয়মিতভাবে বালুরঘাট শহর জুড়ে বৃক্ষরোপণ করে যাচ্ছেন।

পরিবেশপ্রেমী মানুষ সাগর কর চৌধুরী কর্মজীবনে বনকর্মী এবং পরে ফরেস্ট রেঞ্জ অফিসার অবসর জীবনে এসেও নিয়মিতভাবে বালুরঘাট শহর জুড়ে বৃক্ষরোপণ করে যাচ্ছেন।

দক্ষিণ দিনাজপুর । ১৭ই জুন ২০২৫। : অবসর জীবনে এসেও পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে পিছপা হননি সাগর কর চৌধুরী। কর্মজীবনে বনকর্মী এবং পরে ফরেস্ট রেঞ্জ অফিসার হিসেবে যিনি ছিলেন প্রকৃতির এক নিবেদিত সেবক, অবসরের পরেও তিনি নিয়মিতভাবে বালুরঘাট শহর জুড়ে বৃক্ষরোপণ করে যাচ্ছেন।

গ্রীন সিটি শহর গড়ে তোলার উদ্যোগ

বালুরঘাট পৌরসভা যখন শহরটিকে ‘গ্রীন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে, তখন সেই উদ্যোগকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন একদল পরিবেশপ্রেমী মানুষ। এদিন শহরের বিভিন্ন রাস্তার ডিভাইডারে নতুন করে গাছ লাগালেন তাঁরা। পূর্বে পৌরসভার পক্ষ থেকে যে গাছগুলি লাগানো হয়েছিল, তার মধ্যে কিছু প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে যায়। সেইসব স্থানে নতুন করে রি-প্লান্টেশন করেন সাগর কর চৌধুরীর নেতৃত্বাধীন পরিবেশকর্মীরা।

পরিবেশকে বাঁচাতে হলে আমাদের গাছকে উপহার দিতে হবে

সাগর বাবু জানান, “পরিবেশকে বাঁচাতে হলে আমাদের গাছকে উপহার দিতে হবে। শহরের প্রতিটি ফাঁকা জায়গায় গাছ লাগাতে হবে, তাহলেই আমরা সবাই বাঁচতে পারবো।” তিনি আরও বলেন, “কর্মরত জীবনে যেমন গাছ লাগিয়েছি, অবসরেও সেই কাজ করে চলেছি। সকলের কাছে অনুরোধ, গাছ লাগান এবং সেটির যত্ন নিন। শুধু আজ নয়, ভবিষ্যতেও এই কাজ অব্যাহত রাখতে হবে।”

সবুজ শহর গড়ে তোলা 

এই উদ্যোগের মাধ্যমে শহরবাসীর কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টায় রয়েছেন এই পরিবেশপ্রেমীরা—সবুজ শহর শুধু স্বপ্ন নয়, সবার অংশগ্রহণেই তা বাস্তব হতে পারে। আগামীকালও শহরের বিভিন্ন প্রান্তে বহু গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে। লক্ষ্য একটাই—বালুরঘাটকে আরও সবুজ ও প্রাণবন্ত করে তোলা।
এমন উদ্যোগ সত্যিই অনুকরণীয়, এবং পরিবেশ রক্ষার পথ দেখায় অন্যদের।

Advertisement