Narendra Modi
১০৩টি 'অমৃত ভারত স্টেশন' এর উদ্বোধন করে 'ন্যায়ের নতুন স্বরূপ' তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন সন্ত্রাসে মদতদাতা পাকিস্তানকে
"মোদীর মাথা ঠান্ডা কিন্তু রক্ত গরম। মোদীর শিরায় গরম সিঁদুর বইছে আর তাই প্রতিটি জঙ্গি হামলার জন্য চড়ামূল্য চুকাতে হবে পাকিস্তানকে"।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পড়শীদেশ পাকিস্তানকে আবারও কড়া ভাষায় সতর্ক করলেন। আজ বৃহস্পতিবার ২২ শে মে, রাজস্থানের বিকানের থেকে তিনি ১০৩ টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করে একটি জনসভায় ভাষণ দেন, আর সেই জনসভা থেকে তিনি সন্ত্রাসবাদীদের এবং সন্ত্রাসবাদে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত দেওয়া পড়শী দেশ পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন।
ভারতীয় সেনার পরাক্রম ও অপারেশন সিঁদুরের সাফল্য
পেহেলগাঁও হামলার ঠিক একমাস পর আজ বাইশে মে বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী - পাক সীমান্তবর্তী লাগোয়া রাজস্থানের বিকানের থেকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন সন্ত্রাসে মদতদাতা পাকিস্তানকে। এদিন তিনি ১০৩ টি অমৃত ভারত স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করেন এবং সেই জনসভা থেকেই পেহেলগাঁও হামলার কড়া নিন্দা করেন ও "অপারেশন সিঁদুর" এর সাফল্য আরও একবার তুলে ধরেন দেশবাসীর কাছে। এছাড়া তাঁর ভাষণে ভারতীয় সেনার সাফল্য ও পরাক্রমের কথা তিনি তুলে ধরেন।
পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
রাজস্থানের বিকানের থেকে ভার্চুয়ালি ১০৩ টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই উপলক্ষে একটি জনসভা থেকে তিনি ভাষণ দেন এবং সেই ভাষণে সন্ত্রাস ও সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার জন্য আবারও পড়শীদের পাকিস্তানকে কড়া ভাষায় সতর্ক করেন। তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন - প্রত্যেকটি জঙ্গি হামলার জন্য হামলাকারিদের এবং সন্ত্রাস ও সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার জন্য পাকিস্তানকে কড়া মূল্য দিতে হবে। এছাড়া তিনি এই জনসভা থেকে আবারও উল্লেখ করেছেন যে পাকিস্তান অর্থাৎ ইসলামাবাদের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ থাকবে, আর যার কারণে পাকিস্তানের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে।
"সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের আমরা মাটির সঙ্গে মিশিয়ে দেব"
সভাস্থল থেকে প্রধানমন্ত্রী পেহেলগাঁও হামলার নিন্দা করে বলেন, সন্ত্রাসবাদীরা হামলা করার আগে আমাদের মা-বোনেদের ধর্ম জিজ্ঞাসা করেছে এবং তারপর তাঁদের বেছে বেছে সিঁদুর মুছে দিয়েছে। পেহেলগাঁও হামলা আমাদের ১৪০ কোটি দেশবাসীর হৃদয়কে বিদ্ধ করেছে। এবং আমরা দৃঢ় সংকল্প নিয়েছি যে আমরা সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের সম্পূর্ণ নির্মূল করব। আমরা সন্ত্রাসবাদীদের এমন শাস্তি দেব যা তারা কল্পনাও করতে পারবে না। আমরা তাদের সম্পূর্ণভাবে মাটিতে মিশিয়ে দেব। প্রধানমন্ত্রী আরও বলেন - দেশবাসীর আশীর্বাদ, শুভকামনা এবং সেনাবাহিনীর সহযোগিতায় আমরা সন্ত্রাসবাদীদের কড়া জবাব দিতে পেরেছি এবং সে ক্ষেত্রে ভারত সরকার সেনা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিল আর সেই স্বাধীনতা পেয়ে সন্ত্রাসবাদীদের কড়া জবাব দিয়েছে সেনাবাহিনী। আমরা সেনাবাহিনীর পরাক্রমে গর্বিত।
"ন্যায়ের নতুন স্বরূপ" - সম্পর্কে কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
রাজস্থানের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন যে, ২২ তারিখের হামলার প্রতিবাদে আমরা বাইস মিনিটেই জঙ্গিদের নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছি। যেভাবে সন্ত্রাসবাদীরা ধর্ম বেছে বেছে খুন করেছে এবং মা বোনের সিঁথির সিঁদুর মুছে দিয়েছে - সেই সিঁদুর এখন বারুদ হয়ে গেছে। যারা সিঁদুর মুছে দিতে এসেছিল তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, তাদের হিসেব বরাবর চুকিয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত কখনো চুপ করে থাকবে না। যারা ভেবেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত চুপ করে থাকবে, তাদের কড়া জবাব দেওয়া হয়েছে। আর যারা তাদের অস্ত্র নিয়ে অহংকার করত তাদের সেই অস্ত্র ধ্বংসস্তূপের নিচে চাপা দিয়ে দেওয়া হয়েছে। যদিও এটি প্রতিশোধ নয় - এটি ন্যায়ের একটি নতুন স্বরূপ।
'মোদীর শিরায় গরম সিঁদুর তাই প্রতিটি জঙ্গি হামলার জন্য চড়ামূল্য চুকাতে হবে পাকিস্তানকে'
"অপারেশন সিঁদুর" একটি আক্রোশ নয়, এটি ভারতের রুদ্ররূপ, যা ন্যায়ের একটি নতুন স্বরূপ। যে সন্ত্রাসবাদীরা আমাদের ঘরে ঢুকে প্রথমে মেরেছিল - তাদের বুকে মেরেছি আমরা। এটাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় রীতি। পাকিস্তান জানে যে ভারতের সঙ্গে পাকিস্তান সোজাসুজি লড়াইয়ে কখনোই জিততে পারবেনা, তাই তারা সন্ত্রাসবাদকে হাতিয়ার করেছিল। এবং সন্ত্রাস ছড়িয়ে নিরাপরাধ মানুষদের খুন করতে চেয়েছিল - আর এটাই কয়েক দশক ধরে পাকিস্থান করে আসছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে, "ভারত মাতার দাস নরেন্দ্র মোদী এখনো বুক ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সেই নরেন্দ্র মোদীর মাথা সবসময় ঠান্ডা কিন্তু মোদীর রক্ত গরম। মোদীর শিরায় গরম সিঁদুর বইছে আর তাই প্রতিটি জঙ্গি হামলার জন্য চড়ামূল্য চুকাতে হবে পাকিস্তানকে"।

Comments