PM Narendra Modi's Cyprus Honor
সাইপ্রাসের সম্মানে ভূষিত হলেন মোদি, এ সম্মান ভারবাসীর সম্মান: প্রধানমন্ত্রী
সাইপ্রাস সফরে গিয়ে দেশের সর্ব্বোচ বেসামরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের মানচিত্রে আরও এক নতুন সংযোজন ঘটল বলা যেতে পারে । জানা গিয়েছে, সাইপ্রাসের তরফে ' Grand Cross of the Order of Makarios lll' সম্মান প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, " এ সম্মান শুধুই আমার একার না , ১৪০ কোটি ভারতবাসীর এ সম্মান ।

সঞ্জনা সমাদ্দার। ১৬ই জুন ২০২৫। : সাইপ্রাস সফরে গিয়ে দেশের সর্ব্বোচ বেসামরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের মানচিত্রে আরও এক নতুন সংযোজন ঘটল বলা যেতে পারে । জানা গিয়েছে, সাইপ্রাসের তরফে ' Grand Cross of the Order of Makarios lll' সম্মান প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, " এ সম্মান শুধুই আমার একার না , ১৪০ কোটি ভারতবাসীর এ সম্মান ।
সাইপ্রাস সম্মান 'বন্ধুত্বের প্রতীক'
সাইপ্রাসের সর্ব্বোচ নাগরিক সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । পাশাপাশি জানান, ভারতের সঙ্গে সাইপ্রাসের বন্ধুত্বের প্রতীক হিসাবে এই সম্মানকে দেখছেন তিনি । ভারতীয়দের সক্ষমতা, সংস্কৃতি, মূল্যবোধ এবং বসুধৈব এবং কুটুম্বকম দর্শনের সম্মান । তার পরেই ভারত এবং সাইপ্রাসের বধুত্বের কথা বলেন মোদী । তাঁর মতে এই সম্মান দুই দেশের শান্তি, নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জনগনের প্রতি প্রতিশ্রুতির প্রতীক"। এছাড়াও, দুই দেশের পর্যটন শিল্প বৃদ্ধির উপর জোর দেন মোদী।ভারতীয়দের কাছে সাইপ্রাস অত্যন্ত পছন্দের একটি জায়গা।
ভারতের জন্য সাইপ্রাসের গুরুত্ব
প্রথমত, ভৌগোলিক অবস্থানের কারনে ভারত- মধ্যপ্রাচ্য - ইউরোপ অর্থনৈতিক করিডোরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সাইপ্রাস। এই করিডোরের মাধ্যমে ইউরোপ এবং মাধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের বানিজ্য ও যোগাযোগ অনেক বাড়বে সবলে আশা নয়াদিল্লির।
দ্বিতীয়ত, বিভিন্ন সময়ে তারা ভারতের ' নির্ভরযোগ্য বন্ধু' হিসেবে নিজেদের প্রমান করেছে ।
তৃতীয়ত, ২০২৬ সালে ইউরোপীয় ইউনিয়ন সাউন্সিলে র সভাপতিত্ব করতে চলেছে সাইপ্রাস ।
অর্থাৎ, এই সম্মান ভবিষ্যতে ভারত এবং সাইপ্রাসের সম্পর্ক দেশের উন্নয়নে নতুন আলোর শুভ সূচনা করবে । অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে হাত মিলিয়ে কাজ করবে বলে বিস্তারিত জানান প্রধানমন্ত্রী ।

Comments