International Yoga Day 2025

বিশ্বজুড়ে ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’ , যোগ হল ঐক্য, বার্তা : ভারতেরপ্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আয়োজিত এক বৃহৎ যোগ দিবস অনুষ্ঠানে অংশ নেন।এই কর্মসূচিতে প্রায় ৫ লক্ষ মানুষ একযোগে যোগাসন করেন, যা এক অনন্য নজির বলেই মনে করছেন আয়োজক মহলের ব্যক্তিবর্গদের একাংশ ।

সঞ্জনা সমাদ্দার । ২১শে জুন,২০২৫ । : "জীবন যখন যোগ - যুক্ত ,শরীর তখন রোগ মুক্ত"- বলা যেতেই পারে । আজ ২১ শে জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্মরণ করিয়ে দেন, “ভারতের প্রস্তাবের পর বিশ্বের ১৭৫টি দেশ একসঙ্গে এই উদ্যোগকে সমর্থন করেছিল। আজ ১১ বছর পর, যোগ কোটি কোটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে।”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আয়োজিত এক বৃহৎ যোগ দিবস অনুষ্ঠানে অংশ নেন।এই কর্মসূচিতে প্রায় ৫ লক্ষ মানুষ একযোগে যোগাসন করেন, যা এক অনন্য নজির বলেই মনে করছেন আয়োজক মহলের ব্যক্তিবর্গদের একাংশ ।

২০২৫ বর্ষের থিম" এক পৃথিবী , এক স্বাস্থ্য"

২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবের পর, রাষ্ট্রসঙ্ঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করেন । অর্থাৎ, প্রধানমন্ত্রী বলেন, “যোগ হল জীবনের শৃঙ্খলা এবং সামঞ্জস্যের একটি বাঁধন। এই ‘পজ বটন’ আমাদের দরকার, যেন আমরা একটু থেমে, শ্বাস নিতে পারি এবং তার পর আবার নতুন উদ্যমে জীবনে ফিরতে পারি"।বিশ্বের বিভিন্ন অঞ্চলে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, যুদ্ধ ও সংঘর্ষ চলছে, সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “এই অস্থির সময়ে শান্তির সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে যোগ" ।অর্থাৎ, এই বর্ষের থিম কে মাথায় রেখে ভারত এগিয়ে যাক । কেবলমাত্র ভারত না,পৃথিবী হোক এক এবং ঐক্য।

মানবতা ২.০ ব্যাখা দিলেন প্রধানমন্ত্রী

যোগ সবার। গ্রাম থেকে শহর , দেশ থেকে বিশ্বের দরবারে এক হোক যোগ।বিশ্বের প্রত্যেক প্রান্তে মানুষ যোগকে নিজের জীবনের অঙ্গ করে গড়ে তুলুন। প্রধানমন্ত্রী আরও বলেন, “যোগ হল জীবনের শৃঙ্খলা। একইসঙ্গে এটা একটা ব্যবস্থা যেটা আমাদের আমি থেকে আমরা হব, আমরা বিচ্ছিন্ন নই, আমরা প্রকৃতির হব অংশ।”মানবতা ২.০-র লক্ষ্য হোক যোগ।যেখানে অভ্যন্তরীণ শান্তি আন্তর্জাতিক নীতির আদর্শ গঠন করবে।

যোগ হোক সু-স্বাস্থ্যের প্রতিরূপ

জাতিসংঘের ইতিহাসের পাতায় এটি একটি রেকর্ড। গত এক দশকে যোগ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে উঠতে পেরেছে। ভারত যোগের বিজ্ঞানকে আধুনিক গবেষণার মাধ্যমে শক্তিশালী করেছে এবং প্রমাণ-ভিত্তিক চিকিৎসার উপর জোর দিচ্ছে। দিল্লির এইমস-এর গবেষণা কার্ডিয়াক ও নিউরোলজিক্যাল রোগের চিকিৎসায় এবং নারী ও মানসিক স্বাস্থ্যে যোগের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রমাণ করেছে যোগ সু- স্বাস্থ্য গঠনের প্রতিকৃৎ ।

এছাড়া, আজ দেশজুড়ে ১ লক্ষেরও বেশি স্থানে 'যোগ সঙ্গম' উদ্যোগের অধীনে সমলয়ে যোগ সেশন অনুষ্ঠিত হয়েছে বলে সূত্রের দাবি ।সেখানে ২ কোটিরও বেশি মানুষের অংশগ্রহণ করেছে বলে জানা গিয়েছে । অর্থাৎ আমরা শপথ নিতে পারে যোগ হোক আমাদের অভ্যাস , ভারতের সুস্বাস্থ্য -র কাঠামো, বিশ্বের ঐক্য ।

Advertisement