Job fair
চাকরির মেলা! দুর্গাপুরের বেকার যুবক-যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ!
শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক দিবসীয় জব ফেয়ার। এই জব ফেয়ারে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর। ২০ই জুন ২০২৫। : আজ ২০ই জুন শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক দিবসীয় জব ফেয়ার। এই জব ফেয়ারে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। নামিদামি ৭টি কোম্পানি এই জব ফেয়ারে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের চাকরির সুযোগ করে দেবে।
ছাত্র-ছাত্রীদের চাকরির কথা মাথায় রেখেই এই উদ্যোগ
তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বিপুল বর্ধন জানান, "ছাত্র-ছাত্রীদের চাকরির কথা মাথায় রেখেই এই উদ্যোগ। দুদিন আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। তাই এই জব ফেয়ার ছাত্র-ছাত্রীদের কাছে চাকরির ক্ষেত্রে বিশাল সুযোগ। আজ প্রায় ২০০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন করিয়েছে। শুধুমাত্র দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় নয়, পারিপার্শ্বিক মহাবিদ্যালয় থেকেও বহু ছাত্র-ছাত্রী এই জব ফেয়ারে অংশগ্রহণ করে। যারা ইন্টারভিউতে পাশ করতে পারবে তারা বাইরের কোম্পানিতে চাকরি করার সুযোগ পাবে। আজ মোট সাতটা কোম্পানি এসেছে। এর আগেও মহাবিদ্যালয়ে জব ফেয়ারের আয়োজন করা হয়। প্রথমবারের জব ফেয়ারে টিসিএস'র মত কোম্পানিতে ১১০ জন চাকরিতে নিযুক্ত হয়েছিল। এর পরের বছর ৪০০ জনের মত চাকরি পেয়েছিল। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে যাতে করে ছাত্রছাত্রীরা চাকরি পায় এটাই আমাদের তৃণমূল ছাত্র পরিষদের লক্ষ্য"।
চাকরির সুবর্ণ সুযোগ পেয়ে খুশি অংশগ্রহণকারীরা
জব ফেয়ারে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরাও চাকরির এই সুবর্ণ সুযোগ পেয়ে খুশি। এক ছাত্র সন্দীপ গড়াই বলে, চাকরির ইন্টারভিউ দিতে সে পুরোপুরি প্রস্তুত। যদি সে পাশ করে তাহলে চাকরি করতেও ইচ্ছুক।

Comments