India Pakistan - Donald Trump

ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে সরগরম ভারতীয় রাজনীতি

'ভারত-পাক সংঘর্ষ বিরতি' নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যকে ঘিরে উত্তাল ভারতীয় রাজনীতি। আর তারই মধ্যে ফের অদ্ভুত দাবী - যা সরগরম করে তুলেছে ভারতীয় রাজনীতিকে।

'ভারত-পাক সংঘর্ষ' এবং 'ভারত-পাক সংঘর্ষ বিরতি' নিয়ে রাজ্য রাজনীতি বেশ উত্তাল। তবে সেই আবহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক মন্তব্য বারবার বিতর্কের সৃষ্টি করছে। 'ভারত পাক সংঘর্ষ বিরতি'র কথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ই গত শনিবার প্রথম তাঁর এক্স হ্যান্ডেল দাবী করেন। এছাড়া তিনি আরও বলেন যে, ভারত পাক সংঘর্ষ বিরতি তিনি-ই করিয়েছেন যদিও এই মন্তব্য থেকে তিনি পরবর্তী সময়ে সরে এসেছেন। 

কতদিন স্থায়ী হবে ভারত-পাক সংঘর্ষ বিরতি - সংশয় ট্রাম্পের

ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভারত পাক দ্বীপাক্ষিক বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কোনভাবেই মেনে নেবে না ভারত সরকার। তবে তার পরেও বারবার বিতর্কিত মন্তব্য করে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'ভারত-পাক সংঘর্ষ বিরতি' নিয়ে পুনরায় মুখ খুলেছেন। তিনি বলেছেন যে ভারত এবং পাকিস্তান এই দুই দেশকেই তিনি ব্যবসার প্রস্তাব দিয়েছিলেন আর সেই প্রস্তাব-ই কার্যকরী হয়েছে। অর্থাৎ দুই দেশ ব্যবসার প্রস্তাবের সম্মত হয়েছে এবং 'ভারত পাক সংঘর্ষ বিরতি' সম্ভব হয়েছে। যদিও তিনি ভারত-পাক সমস্যা বা ভারত পাক সংঘর্ষ বিরতি কতদিন স্থায়ী হবে - সেই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন।

বাণিজ্য বিষয়ে আলোচনাই হয়নি আমেরিকার সঙ্গে - স্পষ্ট করল বিদেশ মন্ত্রক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, গত সোমবার দাবী করেছিলেন যে, ভারত এবং পাকিস্তান যদি সংঘর্ষ বন্ধ না করে - তাহলে এই দুই দেশের সঙ্গে আমেরিকা কোনো বাণিজ্য করবে না। যদিও সেই বক্তব্যকে নস্যাৎ করে দিয়েছিল ভারত সরকার। এছাড়া ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, ভারত এবং পাকিস্তানের দ্বীপাক্ষিক বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কোনভাবেই বরদাস্ত করবেন না ভারত। এবং ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছিল যে, ভারত-পাক সংঘর্ষের সময় আমেরিকার সঙ্গে ভারতের কোনো আলোচনাতেই বাণিজ্য বিষয়ে আলোচনা হয়নি। অর্থাৎ ভারত পাক সংঘর্ষের সময়ে বাণিজ্য বিষয়ে কোনো আলোচনাই হয়নি আমেরিকার সঙ্গে তার স্পষ্ট করল বিদেশ মন্ত্রক।

কেন সুর বদলালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারত এবং পাকিস্তানকে বাণিজ্যের জন্য প্রস্তাব দিয়েছিলেন আর সেই প্রস্তাব কাজ করেছে বলেই তিনি মনে করছেন। তিনি মনে করছেন যে, ভারত-পাক সমস্যা মিটে গিয়েছে। যদিও তার স্থায়িত্ব কতদিন হবে? সে বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি করিয়েছেন বলেছিলেন, যদিও তিনি এই মন্তব্য থেকে কিছুটা সরে এসেছেন অর্থাৎ সুর বদল করে তিনি বলেছেন - তিনি, ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি করিয়েছেন বিষয়টি এমন নয়। তবে তিনি এও উল্লেখ করেছেন যে, ভারত-পাক সংঘর্ষ বিরতির ক্ষেত্রে মার্কিন প্রশাসনের ভূমিকা ছিল, যা ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা মূলক পরিস্থিতি এবং সমস্যা মেটাতে সাহায্য করেছে।

মার্কিন প্রেসিডেন্টের দাবী - তাঁর বাণিজ্যিক প্রস্তাবে ভারত-পাক দুই দেশ-ই খুশি! 

ডোনাল্ড ট্রাম্প তাঁর বক্তব্যে বলেন - ভারত এবং পাকিস্তানের মধ্যে জটিলতা ক্রমশ বাড়ছিল এবং পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছিল। এবং সেই সূত্রে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দেখা যেতে শুরু করেছিল দুই দেশের। তবে যাই হোক সেই জটিল পরিস্থিতি মার্কিন প্রশাসন আপাতত ভাবে থামাতে পেরেছে। দুদিন আগে তিনি মনে করেছিলেন - ভারত পাক সমস্যার কোনো সমাধান হয়নি। তবে এখন তিনি মনে করছেন যে, ভারত এবং পাকিস্তানের মধ্যে সমস্যা মিটে গেছে। আর তার কারণ হিসেবে তিনি বলেন যে, দুই দেশকেই তিনি বাণিজ্যের কথা বলেছিলেন অর্থাৎ যুদ্ধের বদলে দুই দেশকে ব্যবসা করার কথা বলেছিলেন, যে প্রস্তাবে দুই দেশ-ই সম্মত হয়েছিল এবং খুশি হয়েছিল বলে তিনি দাবী করেন।

আমদানির উপর শুল্ক আরোপ করবে না ভারত - বাণিজ্য চুক্তির আগেই অদ্ভুত দাবী ডোনাল্ড ট্রাম্পের 

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম এর মন্তব্যে বিতর্কের ঝড় বেড়েই চলেছে। তাঁর মন্তব্যে আবারও নয়া বিতর্ক উঠে এসেছে। তিনি ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে আবারও দাবী করছেন যে, - ভারত সরকার, মার্কিন আমদানির উপর সব ধরনের শুল্ক খারিজ করার প্রস্তাব দিয়েছে। অর্থাৎ তিনি দাবী করেছেন যে, ভারত সরকার আক্ষরিক অর্থে আমেরিকারর কোনো আমদানির উপর শুল্ক আরোপ করবেন না। যদিও এই ঘোষণা তিনি ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে বাণিজ্য চুক্তির আগেই ঘোষণা করে দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ভারতের বানিজ্য মন্ত্রী ১৬ই মে থেকে মার্কিন সফরে থাকবেন এবং সেই সেই সফরে এই নিয়ে আলোচনা হতে পারে, তবে তার আগেই কিভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবী করলেন - সেই নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতে ব্যবসা বাড়ানো যাবে না অ্যাপেল সংস্থার - হুঁশিয়ারি ট্রাম্পের 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইফোন সংস্থা apple এর ব্যবসা নিয়ে উল্টো সুর গাইলেন। ভারতে অ্যাপেল কারখানা আর বাড়ানো যাবে না বলে ডোনাল্ড ট্রাম্প অ্যাপেল সংস্থার ইসিও টিম কুককে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ভারতে অ্যাপেল এর ব্যবসা বেশি বাড়ানো যাবে না বলেই তিনি উল্লেখ করেছেন। তবে এদেশের গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে যদি আপেল সংস্থা কিছু করতে চান - তাহলে তা করা যেতে পারে বলে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন। তবে এ দেশে কারখানা গড়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প আপেল কর্তৃপক্ষকে সতর্ক করেছেন। অর্থাৎ প্রচ্ছন্নভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, iphone সংস্থা অ্যাপেলকে ভারতে ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে হুঁশিয়ারি দিয়েছেন।

Advertisement