Operation Sindoor
ভারতীয় সেনার 'অপারেশন সিন্দুর' অভিযানে নিকেশ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি
জঙ্গি ঘাঁটি গুলিতে ছিল সন্ত্রাসের পরিকাঠামো। এই ঘাঁটি গুলিতেই জঙ্গিদের নিয়োগ করে দেওয়া হতো জঙ্গি প্রশিক্ষণ।

পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, জঙ্গি হামলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবং অবশিষ্ট জঙ্গি ও জঙ্গিদের জমিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। সেই কারণেই ভারতীয় সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল অবাধ স্বাধীনতা। দেশবাসীকে দেওয়া কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুলিকে চিহ্নিত করে সেগুলিকে সম্পূর্ণভাবে ধুলিস্যাৎ করে দিল ভারতীয় সেনা।
পেহেলগাঁও হত্যার মধুর প্রতিশোধ নিলো ভারতীয় সেনা
গভীর রাতে, মাত্র ২৫ মিনিটেই পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুলিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। পেহেলগাঁওয়ে ২৬ জন হিন্দু পর্যটককে গুলি করে নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গিরা। আর সেই জঙ্গি হামলার ঠিক ১৫ দিনের মাথায় ভারতীয় সেনাবাহিনী পেহেলগাঁও হত্যার মধুর প্রতিশোধ নিলো।
জঙ্গি ঘাঁটি নিশ্চিহ্ন করতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং স্মার্ট বোমার ব্যবহার
গভীর রাতে, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট নটি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। আর এই জঙ্গি ঘাঁটি গুলি গুঁড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই পেহেলগাঁও হত্যার প্রতিশোধ নিলো ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে থাকা মোট ৯টি জঙ্গি ঘাঁটি কে ভারতীয় সেনা চিহ্নিত করে গুঁড়িয়ে দিল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং স্মার্ট বোমার সাহায্যে।
ঘাঁটি গুলিতে ছিল সন্ত্রাসের পরিকাঠামো, দেওয়া হতো জঙ্গি প্রশিক্ষণ
গভীর রাতে (রাত্রি ০১:০৫ থেকে ০১:৩০ মিনিটের মধ্যে) মাত্র ২৫ মিনিটের মধ্যে পাকিস্তানের মোট ৯টি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। জঙ্গি ঘাঁটি ধ্বংসের এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিন্দুর'। সূত্র অনুযায়ী জানা যায়, বিগত তিন দশক ধরে এই জঙ্গি ঘাঁটি গুলিতে সন্ত্রাসের পরিকাঠামো গড়ে তুলেছিল পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গিরা। এই ঘাঁটি গুলিতেই জঙ্গিদের নিয়োগ করা হতো, প্রশিক্ষণ দেওয়া হতো এবং প্রশিক্ষিত জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ ঘটিয়ে জঙ্গি কার্যকলাপে মদত দিত পাকিস্তান।
পাক অধিকৃত কাশ্মীরের ৫ জঙ্গি ঘাঁটি নিকেশ
'অপারেশন সিন্দুর' অভিযানে জঙ্গি ঘাঁটি গুলিকে চিহ্নিত করে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তবে নিরীহ নাগরিকদের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই জন্য ভারতীয় সেনা যথেষ্ট সতর্ক ছিল। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ, যেটি নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে - যেখানে লস্কর ই তৈবার প্রশিক্ষণ শিবির ছিল সেই শিবিরটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিলাল ক্যাম্প মুজফফরাবাদ, গুলপুর ক্যাম্প কোটলি, বরনালা ভিম্বার, আব্বাস ক্যাম্প কোটলি যেখানে জঙ্গি তৈরির কারখানা ছিল সেই ঘাঁটিগুলি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।
ভারতীয় সেনার 'অপারেশন সিন্দুর' অভিযানে ধ্বংস পাক জঙ্গি ঘাঁটি
শুধু পাক অধিকৃত জঙ্গি ঘাঁটি গুলি ধ্বংস করেনি ভারতীয় সেনা, তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের ভেতরে ঢুকে সেখানকার জঙ্গি ঘাঁটিগুলিকে চিহ্নিত করে ধ্বংস করেছে। সরজল শিয়ালকোট, মেহেবুনা জোয়া শিয়ালকোট, মরকজ তৈবা মুরিদকে, মরকজ সুবহানাল্লাহ বাহ্ওয়ালাপুর এর জঙ্গি ঘাঁটি গুলি কেও সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে ভারতীয় সেনা।

Comments