SSC Recruitment

SSC নিয়োগ বিজ্ঞপ্তির সিঙ্গেল বেঞ্চের রায় কে চ্যালেঞ্জ করে মামলা ডিভিশন বেঞ্চে, অতিরিক্ত ১০ নম্বর শিক্ষাকতা করার জন্য কেন দেওয়া হবে ?

আজ ৮ ই জুলাই মঙ্গলবার ২০২৫ শে নতুন এসএসসি নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তির সিঙ্গেল বেঞ্চের অর্ডার কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করা হলো কলকাতা হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি। ৮ই জুলাই ২০২৫। আজ ৮ ই জুলাই মঙ্গলবার ২০২৫ শে নতুন এসএসসি নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তির সিঙ্গেল বেঞ্চের রায়কে  চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করা হলো কলকাতা হাইকোর্ট। গতকাল সোমবার ৭ ই জুলাই এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মামলা রায় ঘোষণা করে বিচারপতি সৌগত ভট্টাচার্য। "এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি তে, নির্দিষ্টভাবে কোন চিহ্নিত অযোগ্য রা পরীক্ষায় বসতে পারবে না।" এই রায় দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু নিয়োগ বিধি নিয়ে কোন রায় দেয়নি আদালত।

পিটিশনারদের দাবি 

 পিটিশনার রা, ৪টি দাবি নিয়ে আদালতের দারস্থ হয়েছিলে। তাদের দাবি গুলোছিলো
 ১)নির্দিষ্টভাবে কোন চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না। 
২) ২০১৬ সালের এসএসসি নিয়োগের পরীক্ষার বিধিতেই ২০২৫ সালের নতুন এসএসসি নিয়োগের পরীক্ষা নিতে হবে। নতুন এসএসসি নিয়োগের বিধিতে পরিবর্তন এনেছে কমিশন। 
 ৩) যে নিয়োগ টা সঠিক ভাবে হয়নি অতিরিক্ত ১০ নম্বর শিক্ষাকতা করার জন্য কেন দেওয়া হবে? যোগ্যতার মান নিয়ে সংশয় । 
৪) বয়সের ছাড় নিয়ে সমস্যা। ২০১৬ সালে নটকল ফর ভেরিফিকেশন এবং ওয়েটিংলিস্টে থাকা চাকরি প্রার্থীরা ২০২৫ নতুন এসএসসি নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তিতে ফর্মফিলাপ বয়সের ছাড় পায়নি। দীর্ঘ ৯বছর পর পরীক্ষা হবে আবার;  অনেকের বয়স ৪০ এর বেশী হয়ে গেছে তারা পরীক্ষায় বসতে পারছে না এটা তাদের কাছে বঞ্চনা। 

নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা 

গতকাল ৭ ই জুলাই  কলকাতা হাইকোর্ট ২০২৫ এর নতুন এসএসসি নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ মামলায় পিটিশনারদের চারটি দাবির মধ্যে একটা দাবি  
 ১)নির্দিষ্টভাবে কোন চিহ্নিত অযোগ্য রা পরীক্ষায় বসতে পারবে না... এই দাবির রায় দেয় কলকাতা হাইকোর্ট । বাকি তিনটি দাবি নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় কে চ্যালেঞ্জ জানিয়ে ওয়েটিংলিস্টে থাকা চাকরি প্রার্থী রা আজ ৮ই জুলাই ডিভিশন বেঞ্চে মামলা করে আইনজীবী ফিরদৌস সামীমের অধীনে। ডিভিশন বেঞ্চে মামলাকারীদের পক্ষে ৩ টি দাবি করে মামলা হয়েছে,  "যে নিয়োগ টা সঠিক ভাবে হয়নি অতিরিক্ত ১০ নম্বর শিক্ষাকতা করার জন্য কেন দেওয়া হবে? ২০১৬ সালের নিয়োগ বিধিতে নিয়োগ করতে হবে। ২০২৫ সালের এসএসসি নিয়োগ বিধি বাতিল করতে হবে। বয়সের ছাড় ২০১৬ সালের এসএসসি নিয়োগের পরীক্ষার্থীদের সকলকে দিতে হবে"। ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দের বেঞ্চে আগামীকাল শুনানি হওয়া সম্ভবনা রয়েছে।

Advertisement