Bangladeshi arrested
আগরতলা জিআরপি থানার পুলিশের জালে ১ বাংলাদেশী সহ ২ জন ভারতীয় দালাল! সেই সাথে উদ্ধার ৮০ হাজার টাকার শুকনো গাঁজা!
গোপন খবরের ভিত্তিতে ১ জন বাংলাদেশী নাগরিক এবং ২ জন ভারতীয় দালালকে আটক করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। ধৃতরা অবৈধভাবে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে বিএসএফ জওয়ানদের ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে

গৌরাঙ্গ দাস, বিক্রম কর্মকার ( ত্রিপুরা) : সমুদ্রবন্দর বাংলাদেশের চট্টগ্রাম বিদেশীদের হাতে তুলে দিতে চাইছে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহম্মদ ইউনুস। কেউ মোহম্মদ ইউনুসের এই কাজে বিরোধিতা করলে সেই বিরোধিতা প্রতিহত করার জন্য বাংলাদেশের সকল জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দিলে নিরাপত্তা হুমকি তৈরি হবে না বলে মোহম্মদ ইউনুস জানিয়েছিলেন। তাছাড়া বাংলাদেশে ডিসেম্বর মাসে ভোট নিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এমন অবস্থায় প্রায় প্রতিদিন আগরতলার জিআরপি থানার পুলিশের হাতে ধরা পড়ছে বাংলাদেশী নাগরিকরা।
গাঁজা পাচারচক্র বাংলাদেশের
আবারও গোপন খবরের ভিত্তিতে ১ জন বাংলাদেশী নাগরিক এবং ২ জন ভারতীয় দালালকে আটক করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। ধৃতরা অবৈধভাবে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে বিএসএফ জওয়ানদের ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বহি:রাজ্যে পাড়ি দেওয়ার। কিন্তু, ট্রেনে করে বহি :রাজ্যে যাওয়ার আগেই আগরতলা জি আর পি থানার পুলিশ, আগরতলা আর পি এফ, বি এস এফ এবং গুয়েন্দা বিভাগ মিলে অভিযুক্ত বাংলাদেশী সহ ২ জন ভারতীয় দালালকে গ্রেফতার করতে সক্ষম হয়। রেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তাদের উদ্দেশ্য ছিল দিল্লী যাওয়ার । আগরতলা জি আর পি থানার পুলিশ অফিসারের টিম ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস।
ধৃত বাংলাদেশের নাগরিক
আগরতলা জিআরপি থানার পুলিশ টিম অনুমান করছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য বেরিয়ে আসতে পারে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় ধৃতদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে হাজির করানো হয়েছে। ধৃতদের নাম - ১)ঝিল মিল (৬৩) বাড়ি - বাংলাদেশের খুলনা জেলায়।
২) সাগর মন্ডল (২৩)
বাড়ি - দক্ষিণ রাঙ্গুটিয়া লেফুঙ্গা থানার অন্তর্গত পশ্চিম ত্রিপুরা ( ভারতীয় দালাল)
৩) সুব্রত দাস, বাড়ি রাঙ্গুটিয়া পাতার বাজার অন্তর্গত পশ্চিম ত্রিপুরা ( ভারতীয় দালাল)। এর আগে ও সে গত প্রায় পাঁচ মাস আগে ঠিক একই অপরাধের জন্য তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছিল আগরতলা জিআরপি থানার পুলিশ। এই মামলায় সে এখন জামিনে আছেন।
৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার
আজকে সেই একই অপরাধের জন্য আবারো তাকে গ্রেফতার করেছে আগরতলা জি আর পি থানার পুলিশ। সেই সাথে রানী কমলাবতী এক্সপ্রেস ট্রেন থেকে ২ টি ব্যাগ থেকে ৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই গাঁজাগুলি পাচারের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল নেশা পাচারকারী। উদ্ধারকৃত গাঁজাগুলির বাজার মূল্য ৮০ হাজার টাকা হবে। এই নেশা পাচারে কোন রেল কর্মী জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে আগরতলা জিআরপি থানার পুলিশ।

Comments