India Pakistan
পাকিস্তানের ১২ শহরে পর পর বিস্ফোরণের পর আবারও বালুচিস্তানে বিধ্বংসী আইইডি বিস্ফোরণ!
অপারেশন সিঁদুরের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই পরপর বিস্ফোরণে বিধ্বস্ত ও বিপর্যস্ত পাকিস্তান। পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নের মুখে।

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে একের পর এক বোমা বিস্ফোরণে কাঁপছে পাকিস্তান। পেহেলগাঁওয়ে ছাব্বিশ জন হিন্দু পর্যটককে নৃশংসভাবে হত্যা করেছে পাক মদত পুষ্ট জঙ্গিরা। ২৬ জন পর্যটকের মৃত্যুর বদলা নিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর' অভিযানে নিকেশ হয়েছে ৯টি জঙ্গি ঘাঁটি। পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্থানের মাটিতে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি সফল ভাবে ধ্বংস করেছে ভারতীয় সেনা। আর অপারেশন সিঁদুরের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের পাকিস্থানের বিভিন্ন এলাকা পরপর বিস্ফোরণে কেঁপে উঠলো।
সাত সকালে পাকিস্তানের ১২ শহরে বোমা বিস্ফোরণ
বৃহস্পতিবার ৮ই মে সকাল সাতটা থেকে পাকিস্তানের একাধিক জায়গায় বোমা বিস্ফোরণ আর সেই বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বাণিজ্য নগরী লাহোর সহ আরও এগারোটি জায়গা। অর্থাৎ মোট 12 টি জায়গায় বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা পাকিস্তান। একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এই বিস্ফোরণের পর। বিস্ফোরণের পরে পাকিস্তানের গোটা আকাশ জুড়ে ঘন কালো ধোঁয়া। বেজে উঠেছে সতর্কমূলক বিপদ সংকেতের সাইরেন।
ড্রোনের মাধ্যমেই একাধিক জায়গায় বিস্ফোরণ
বিস্ফোরণের পর আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছেন বহু সাধারণ মানুষ। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে একাধিক শহর। পাকিস্তান পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে তথ্য সেই তথ্য থেকে জানা যাচ্ছে যে, ড্রোনের মাধ্যমেই একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এই বোমা বিস্ফোরণ বা হামলার পেছনে কাদের হাত রয়েছে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি।
পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নের মুখে!
গত মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনা তাঁদের 'অপারেশন সিন্দুর' অভিযানে - পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মোট নটি জঙ্গি ঘাঁটি চিহ্নিত করে হামলা চালায় এবং জঙ্গি ঘাঁটিগুলিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। 'অপারেশন সিন্দুর' অভিযানে লস্কর-ই- তৈবা, হিজবুল মুজাহিদিন এবং জইশ-ই-মহম্মদ এর সদর দপ্তর গুলিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা আর তারপরের দিন-ই পাকিস্তানের বাণিজ্য নগরী লাহোর সহ একাধিক জায়গায় পরপর বোমা বিস্ফোরণে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে।
পাক সেনার গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ
গোটা পাকিস্তান জুড়ে এখন ভয়ের বাতাবরণ। 'অপারেশন সিন্দুর' এর পরের দিনই যেমন সকাল থেকে একের পর এক বিস্ফোরণে পাকিস্তান কেঁপে উঠেছে তেমনি আবার বালুচিস্তানে 'বালুচিস্তান লিবারেশন আর্মি' দক্ষিণ বালুচিস্তানে পাক সেনাকে বিপাকে ফেলেছে, যার কারণে পাক সেনা ব্যাপকভাবে বিপর্যস্ত ও বিধ্বস্ত। বালুচিস্তানে পাক সেনার গাড়ি লক্ষ্য করে ঘটানো হয়েছে আইইডি বিস্ফোরণ সেই বিস্ফোরণে মোট ১২ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে, যদিও এর দায় এখনও কেউ স্বীকার করেনি।
আইইডি বোমা বিস্ফোরণে মৃত ১২ জন পাক সেনা
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে আইইডি বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন পাক সেনা নিহত হয়েছে। এই ঘটনায় কারা জড়িত তা জানতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে পাক সেনার তরফ থেকে, তবে এই বিস্ফোরণের দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি। একদিকে বালুচিস্তান, অন্যদিকে ভারত সীমান্তে ভারতের তিন বাহিনী - যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আর এহেন সময়ে পাকিস্তান ঘরে-বাইরে বিপর্যস্ত ও বিধ্বস্ত। যথেষ্ট চাপে রয়েছে পাকিস্তান আর সেই চাপ কে আরোও বাড়িয়ে দিয়েছে ভারত-পাক সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর মহড়া। বালুচিস্তানে ১২ জন পাক সেনার মৃত্যুর পর পাকিস্তানের চাপ আরও বেড়েছে। এই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে ১২ জন পাক সেনার দেহ।

Comments