Ram Navami

হাইকোর্টের কোন্ কোন্ শর্তে বাঁধা পড়ল রামনবমীর মিছিল?

রামনবমীর মিছিলের জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিলো মহামান্য কলকাতা হাইকোর্ট। রামনবমীর মিছিল কোন্ কোন্ শর্তে বাঁধা পড়ল?

আজ শুক্রবার, মহামান্য কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে রামনবমীর মিছিল করতে অনুমতি দিল। মিছিলে বিশ্ব হিন্দু পরিষদ এবং অঞ্জনী পুত্র সেনা কে কোন্ সময়ে এবং কতক্ষণ মিছিল করতে পারবে, কি কি নিয়ে তাঁরা মিছিল করতে পারবে, বা কি কি নিয়ে তাঁরা মিছিল করতে পারবে না - সেই রকম বেশ কিছু শর্ত কলকাতা হাইকোর্ট বেঁধে দিয়েছে রামনবমীর মিছিলে হাঁটার জন্য।

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলে অনুমতি হাইকোর্টের 

আজ কলকাতা হাইকোর্ট রামনবমীর মিছিল করার অনুমতি দিল শর্ত সাপেক্ষে। অর্থাৎ রামনবমীর দিনে হাওড়ায় যে মিছিল বের হবে, সেই মিছিল বেশকছু শর্তসাপেক্ষে অনুমতি পেল। আজ শুক্রবার ৪ই এপ্রিল মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বেশ কিছু শর্তসাপেক্ষে হাওড়ায় রামনবমীর মিছিল করার অনুমতি দিয়েছেন। সেখানে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে আর সেই শর্তগুলি মেনেই রামনবমীর মিছিলে হাঁটতে পারবে বিশ্ব হিন্দু পরিষদ এবং অঞ্জনী পুত্র সেনা।

শর্ত মেনেই মিছিলে হাঁটতে হবে বিশ্ব হিন্দু পরিষদ ও অঞ্জনী পুত্র সেনাকে

রাম নবমীর দিনের মিছিলে বিশ্ব হিন্দু পরিষদ এবং অঞ্জনী পুত্র সেনারা হাঁটতে পারবেন ঠিকই কিন্তু কোনো রকম ধাতু দিয়ে তৈরি অস্ত্র নিয়ে মিছিলে হাঁটা যাবে না। আর সেই সঙ্গে সঙ্গে কখন কোন্ সংগঠন কতক্ষণ ধরে মিছিল করতে পারবে - তাও শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয় ওই মিছিলে কতজন অংশগ্রহণ করতে পারবে - তাও কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট করে দিয়েছে।

এই মামলা সম্পর্কে মহামান্য বিচারপতির পর্যবেক্ষণ

রামনবমীর মিছিলের জন্য যে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে - সেই মামলার আজ শুনানি ছিল। আর সেই শুনানির পর মহামান্য বিচারপতি প্রশ্ন তোলেন যে, কোথাও দুর্গাপুজোয় গন্ডগোল হলে কি পুরো পুজো বন্ধ করে দেওয়া হয়? আর তারপরেই আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি শর্তসাপেক্ষে হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমতি দিয়েছেন। অর্থাৎ শর্তসাপেক্ষেই রামনবমীর দিনে বিশ্ব হিন্দু পরিষদ এবং অঞ্জনী পুত্র সেনা মিছিলে করতে পারবে। 

কোন্ কোন্ শর্তে বাঁধা পড়ল রামনবমীর মিছিল? 

রামনবমীর মিছিল শর্তসাপেক্ষে অনুমতি পেল, তাই মেনে চলতে হবে বেশ কিছু শর্ত। সেগুলি হল- 

১) কোনো ধাতু দ্বারা তৈরি অস্ত্র নিয়ে মিছিলে হাঁটা যাবে না বা অংশগ্রহণ করা যাবে না। 

২) বিশ্ব হিন্দু পরিষদ দুপুর তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মিছিল করতে পারবে। 

৩) রামনবমীর দিন অঞ্জনীপুত্র সেনা সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত মিছিল করতে পারবে।

৪) অঞ্জলী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকের কাছেই পরিচয় পত্র থাকতে হবে। 

৫) অঞ্জনীপুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে ৫০০ জনের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ প্রত্যেকটি দলে ৫০০ জনের বেশি থাকতে পারবেন না।

অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদ এবং অঞ্জনী পুত্র সেনার মিছিলে মোট এক হাজার জন অংশগ্রহণ করতে পারবেন। মিছিলে অংশগ্রহণকারীরা কোন ধাতু নির্মিত অস্ত্র না রাখতে পারলেও হাইকোর্ট জানিয়েছে পিভিসি দিয়ে তৈরি যেকোনো ধর্মীয় প্রতীক তাঁরা রামনবমীর মিছিলে ব্যবহার করতে পারবেন।

Advertisement