Repairing the Road

বেহাল রাস্তা সংস্কার গ্রামবাসীদের, প্রশাসনের দারস্থ হয়েও কাজ হয়নি

দীর্ঘদিন ধরে গ্রামের একমাত্র রাস্তার বেহাল দশা সেই রাস্তা সংস্কারে স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে এলো। গ্রামে ৩০০ টি পরিবার রাস্তা চলাচল করে, প্রশাসনের দারস্থ হয়ে যখন সুরাহা হয়নি তখন গ্রামের মানুষেই নিজেদের রাস্তা নিজেরাই সংস্কার করলো।

দক্ষিনদিনাজপুর : দীর্ঘদিন ধরে গ্রামের একমাত্র রাস্তার বেহাল দশা সেই রাস্তা সংস্কারে স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে এলো। গ্রামে ৩০০ টি পরিবার রাস্তা চলাচল করে, প্রশাসনের দারস্থ হয়ে যখন সুরাহা হয়নি তখন গ্রামের মানুষেই নিজেদের রাস্তা নিজেরাই সংস্কার করলো। 
 দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত নারায়ণপুর স্ট্যান্ড দিয়ে প্রায় ৮০০ মিটার রাস্তার পর রয়েছে উত্তর লক্ষীপুর গ্রামে। আর এই ৮০০ মিটার বেহাল রাস্তার কারণে সমস্যায় গ্রামবাসীরা। এই গ্রামটি কাগজ কলমে রয়েছে বুনিয়াদপুর শহরের ১ নম্বর ওয়ার্ড হিসেবে। কোনো এক অজ্ঞাত কারণে সেই গ্রাম পৌরসভার মধ্য থেকে বাদ পড়ে যায় বলে অভিযোগ।আজ ১৭ ই  জুন মঙ্গলবার উত্তর লক্ষীপুর গ্রামের মানুষেরা বেহালদশা রাস্তার সংস্কারের কাজে হাত লাগালো। 

যাতায়াতের মূল রাস্তা একটাই দীর্ঘদিন বেহাল দশা 

উত্তর লক্ষীপুর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আসে পাশে রয়েছে, চকচাদমুখ , হেতমপাড়া, বোল্লামপাড়া সহ বেশ কয়টি গ্রাম। এই গ্রাম গুলির মধ্যে যাতায়াতের মূল রাস্তা একটাই। সেই রাস্তাটি নারায়নপুর স্ট্যান্ড দিয়ে নারায়নপুর গ্রাম পার করে উত্তর লক্ষীপুর গ্রামে যেতে হয়। এই ৮০০ মিটার রাস্তাটি কাঁচা ও মাটির। মৌখিক ভাবে কিছুটা অংশ পড়েছে এলাহাবাদ অঞ্চলে। লোকসভার ভোট হয় পৌরসভা এলাকাতেই। কিন্তু পঞ্চায়েত ভোটের সময় ভোট দিতে যেতে হয় টাঙ্গন নদী পার করে এলাহাবাদ অঞ্চলে।

বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি 

রাজ্যে তৃণমূল সরকার আসার পর এখনো পর্যন্ত উত্তর লক্ষীপুর গ্রামে রাস্তার রকম কাজ হয়নি বলেই অভিযোগ গ্রামবাসীদের। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় এক হাঁটু কাদা হয়ে যায়। যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষের সামান্য বৃষ্টিতে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। এই গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে রাস্তা খারাপের জন্য কোনো এম্বুলেন্স গাড়ি এই গ্রামে প্রবেশ করে না । এই গ্রামের স্কুলের মাস্টার মশাইরা বর্ষার সময় পাশের গ্রাম নারায়নপুরে বাইক রেখে পায়ে হেঁটে যেতে হয় স্কুলে। গ্রামবাসীদের অভিযোগ বিডিও অফিস থেকে শুরু করে ডিএম অফিস পর্যন্ত লিখিত ভাবে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো রকম সমস্যা সমাধান হয়নি। 

গ্রামের মানুষেরা সকলে মিলে রাস্তা সংস্কার করলো 

একাধিক বার রাস্তা অবরোধ, ভোট বয়কট থেকে শুরু করে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে গ্রামবাসীরা, তার পরেও কোনো রকম সমস্যা সমাধান হয়নি গ্রামবাসীদের। এক প্রকার প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে এদিন সকাল থেকে গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে নিজেদের রাস্তা সংস্কার করতে লেগেছে বয়স্ক লোক থেকে শুরু করে শিশু বাচ্চারাও। আসে পাশের গ্রাম নিয়ে প্রায় ৩০০ টি পরিবার রয়েছে। সবাই এই রাস্তা দিয়েই চলাফেরা করে। রাস্তার বেহাল দশার কারণে নিজেরাই রাস্তা সংস্কার করতে শুরু করেছে গ্রামবাসীরা।

Advertisement