Tree plantation
প্রাক্তন রেঞ্জ অফিসারের অভিনব উদ্যোগ! এনসিসি-র ছাত্রীদের নিয়ে বিশেষ কর্মসূচি পালন
বিশ্ব পরিবেশ দিবসের আবহে শুধুমাত্র ৫ জুন নয়, বছরের প্রতিটি দিনেই পরিবেশের কথা ভাবা উচিত। এই বার্তা ছড়িয়ে দিতেই অভিনব উদ্যোগ নিলেন প্রাক্তন রেঞ্জ অফিসার প্রদীপ কর চৌধুরী।

রমা ভৌমিক চ্যাটার্জি, বালুরঘাট । ১৮ ই জুন ২০২৫। : বালুরঘাটে প্রাক্তন রেঞ্জ অফিসারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। অংশগ্রহণ করল এনসিসি ছাত্রীরা। বিশ্ব পরিবেশ দিবসের আবহে শুধুমাত্র ৫ জুন নয়, বছরের প্রতিটি দিনেই পরিবেশের কথা ভাবা উচিত। এই বার্তা ছড়িয়ে দিতেই অভিনব উদ্যোগ নিলেন প্রাক্তন রেঞ্জ অফিসার প্রদীপ কর চৌধুরী।
এনসিসি-র ক্যাডেটদের নিয়ে বৃক্ষরোপন
অবসরজীবনে এসেও প্রকৃতি ও বনসুরক্ষায় প্রাক্তন রেঞ্জ অফিসারের ভালোবাসা একটুও কমেনি, বরং তা আরও গভীর হয়েছে প্রদীপ কর চৌধুরীর। সম্প্রতি বালুরঘাট শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন তিনি। এই কর্মসূচির তৃতীয় দিনে শহরের একাধিক খোলা জায়গা ছাড়াও বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র প্রাঙ্গণে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির চারা গাছ। সেই সময় নাট্য উৎকর্ষ কেন্দ্রে চলছিল এনসিসি-র ক্যাম্প। প্রদীপ বাবুর আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত ছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণে অংশ নেন এনসিসি-র ক্যাডেটরা।
শুধু দিবস পালন করে পরিবেশ রক্ষা সম্ভব নয়
শুধু গাছ লাগানোই নয়, তাদের বোঝানো হয় গাছের উপকারিতা ও পরিবেশ রক্ষায় তার গুরুত্ব। এই অভিজ্ঞতা ছাত্রীদের মনে পরিবেশ সচেতনতাকে আরও গভীরভাবে গেঁথে দেয়। “শুধু দিবস পালন করে পরিবেশ রক্ষা সম্ভব নয়। সাধারণের প্রয়াস হোক প্রতিদিন, ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তন আসে।” এমনই বক্তব্য প্রদীপ বাবুর। আগামীতেও এমন কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি।
গাছ লাগানো শুধু দায়িত্ব নয়, আনন্দেরও বিষয়
ছাত্রীদের কথাতেও ঝড়ে পড়ে অভিজ্ঞতার ছাপ “আজকের কর্মসূচিতে অংশ নিয়ে বুঝতে পারলাম, গাছ লাগানো শুধু দায়িত্ব নয়, আনন্দেরও বিষয়,” বলে জানায় এক এনসিসি ক্যাডেট। পরিবেশ রক্ষায় এই ধরনের প্রচেষ্টা আরও ছড়িয়ে পড়ুক এমনই আশা করছেন সকলে।

Comments