kolkata

জনসমুদ্রে ২১ শে জুলাই

২১ শে জুলাই দিনটি হবে 'শহিদ তর্পনের' দিন

নিজস্ব প্রতিনিধি, ২১ শে জুলাই ২০২৫: সালটা ১৯৯৩ র ২১ শে জুলাই ।যুব কংগ্রেসের ডাকে মহাকরণ অভিযানে নেত্রী ছিলেন মাননীয়া তৃণমূল সুপ্রিমো ।সেই সময়েও জন্ম নেয়নি তৃণমূল কংগ্রেস । রাজ্যের ক্ষমতায় তখন রাজত্ব করছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু |সিপিএমের বিরুদ্ধে ভোটে রিগিংয়ের অভিযোগ তুলে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য লক্ষ্যে সঠিক ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযান করে যুব কংগ্রেস। এই পরিস্থিতিতে অভিযান রুখতে পথে নামে কলকাতা পুলিশ । এরইমধ্যে, নিহত হন ১৩ জন যুব কংগ্রসের নেতা -নেত্রী ।এইভাবেই, ৩৪ র বাম শাসনকে উৎখাত করে রাজ্যের মসনদে পর্দাপন করেন মাননীয়া । এরই মধ্যে, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা কখনও বিজয় উৎসব পালন করবেন না । এই দিনটি হবে 'শহিদ তর্পনের' দিন । এইভাবেই জন্ম হয় ২১ শে জুলাই । প্রতিবছরের ন্যায় মাননীয়া এই মঞ্চ থেকেই কর্মীদের নির্বাচনী প্রচারের দিক নির্দেশ করেন। আজ জনসমুদ্রে ভরে ওঠে ধর্মতলা চত্বর। জেলা থেকে তৃনমূল এর কর্মী সমর্থকদের হাজার হাজার মানুষের ভীড়।

কর্মী সমর্থক রা ২ দিন আগে থেকেও উত্তরবঙ্গ থেকে চলে এসেছেন। তৃণমূল এর ২১ শে জুলাই শহীদ স্মরণে হলেও কর্মী ও সমর্থকদের উদ্দেশ্য একটা প্রেরণা যোগায় এই কর্মসূচি। এই কর্মসূচি টার মধ্য দিয়ে তৃণমূল এর রাজনৈতিক দিক কতটা জনগণের আস্থা অর্জন করেছে তা তুলে ধরে। জনসমুদ্রের ঢেউ পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে নতুন সমীকরণ গঠন করে তা বলা যায়। অন্যান্য রাজনৈতিক দল গুলো ২১ শে জুলাইয়ে এই জনসমুদ্র কে কিভাবে ২৬ শের নির্বাচনে নিজেদের  ভোটবাক্সে প্রভাব ফেলতে পারবে, তা সময় ই বলতে পারবে।

Advertisement