Swasthya-bhawan

স্বাস্থ্য ভবনে বিস্ফোরক, খবর পেয়ে তল্লাশি অভিযানে বিধাননগর পুলিশ

স্বাস্থ্য ভবনে বিস্ফোরক রাখা রয়েছে, উড়িয়ে দেওয়া হবে গোটা স্বাস্থ্যভবন মেল আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে

সঞ্জনা সমাদ্দার, হুগলি : স্বাস্থ্য ভবনে বিস্ফোরক রাখা রয়েছে, উড়িয়ে দেওয়া হবে গোটা স্বাস্থ্যভবন । মেল আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আধিকারীক এবং কর্মীদের মধ্যে ।সোমের পর মঙ্গলে স্বাস্থ্য ভবনে হুমকির ই-মেল । ফের বিস্ফোরণের হুমকি । সূত্রের খবর, চারটি আরডিএক্স রাখা আছে স্বাস্থ্যভবনে। আর এই হুমকি ইমেল পাওয়ার পরই স্বাস্থ্য ভবনের তরফ থেকেই খবর দেওয়া হয় বিধাননগর পুলিশকে । পুলিশ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে । একই সাথে নিয়ে আসা হয় বম্ব স্কোয়াডও এবং সারমেয় বাহিনীকে ৷ এখনও গোটা বিল্ডিংয়ে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয় । তবে কোনও বোমা কিংবা বোমা জাতীয় বস্তু উদ্ধার হয়নি বলে প্রশাসন সূত্রে দাবি জানায় । প্রশ্ন একটাই , বারবার এই হুমকির প্রধান কারণ কী ?

নেপথ্যে কারণ কী?

 আমরা জানি , পাঁহেলগাও ঘটনার তীব্র আক্রমনের জেরে ভারত সরকার অপারেশন সিঁদুর ইতিমধ্যে জারি রেখেছেন । একইসাথে , সন্ত্রাসবাদের শিকড় কে একেবারে নির্মূল করতে চায় ভারত সরকার । আর এই ঘটনার জেরেই কি বার বার হুমকি! উত্তর নেই প্রশাসনের কাছে । প্রসঙ্গত, গত এপ্রিল মাসে কলকাতার জাদুঘরে বোমা হামলার একটি হুমকি ইমেল আসে । ইমেলে জানানো হয়, জাদুঘরে বোমা রাখা হয়েছে । বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে কলকাতার জাদুঘর । বহু মানুষের মৃত্যু হতে পারে এই আশঙ্কায়  জাদুঘরের প্রতিটি জায়গা তন্নতন্ন করে খুঁজে দেখে তারা । হুমকি ইমেল আসার পরেই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় জাদুঘর ।

প্রশাসনীয় তৎপরতা
ইতিমধ্যে, বিধাননগর কমিশনারেটর এক উচ্চপদস্থ গোয়েন্দা কর্তা জানান, আমাদের প্রথম কাজ গোটা স্বাস্থ্য ভবন বিল্ডিংটি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা । সেই কাজ তৎপরতার সাথে চলছে । এরপর আমরা ভালোভাবে খতিয়ে দেখব যে কোথা থেকে এই ইমেলগুলি করা হয়েছিল এবং এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে ৷ এছাড়াও, পুলিশ সূত্রে খবর, 'পাক জিন্দাবাদ' নামক একটি আইডি থেকে স্বাস্থ্যভবনে হুমকির ইমেলটি করা হয় । সংশ্লিষ্ট ইমেলটি আসে ভোর চারটে নাগাদ । অফিস খুলতেই এই ইমেলটি দেখতে পান আধিকারিকরা ৷ সেখানে বলা হয়েছিল যে, আজ দুপুর দেড়টার মধ্যে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়া হবে । এরই মধ্যে, এখনও পর্যন্ত কোনো ভয়াবাহ দুর্ঘটনার খবর জানা যায়নি বলে সূত্রের দাবি ।

Advertisement