Sapling distribution
স্পন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী তে পথচারীদের বৃক্ষ চারা বিতরণ
স্পন্দন ফাউন্ডেশন প্রতিষ্ঠান টির শুক্রবার পঞ্চম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কীর্ণাহার লক্ষীতলা মন্দির চত্বরে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। তাঁদের পঞ্চম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫০০জন পথচারীদের বৃক্ষ চারা দিয়ে মিষ্টি মুখ করান

শুভদীপ গুঁই; কীর্ণাহার। ২০ ই জুন ২০২৫। : বীরভূম তথা নানুর ব্লকের কীর্ণাহারে অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংগঠন হলো স্পন্দন ফাউন্ডেশন।ওই সংগঠনের সদস্যরা হামেশাই জেলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান মানুষের স্বেচ্ছায় সেবা দেওয়ার জন্য। কখন রক্তদান শিবির তো কখনো থ্যালাসেমিয়া প্রেসেন্টদের চুল দান করে বছরের ৩৬৫দিনই এই উদ্যোগ নিয়ে থাকেন, এছাড়াও জুরুরী প্রয়োজনে ভীন জেলাতে গিয়েও রক্ত দিয়ে থাকেন।
বৃক্ষ চারা বিতরণ
এবার স্পন্দন ফাউন্ডেশন প্রতিষ্ঠান টির শুক্রবার পঞ্চম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কীর্ণাহার লক্ষীতলা মন্দির চত্বরে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। তাঁদের পঞ্চম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫০০জন পথচারীদের বৃক্ষ চারা দিয়ে মিষ্টি মুখ করান। এমনকি বাদ যায়নি শিশুরাও অন্তপক্ষে জনা ত্রিশেক শিশুদের হাতে দেওয়া হয় পানীয় জলের বোতল, চকলেট, লাড্ডু ও বৃক্ষ চারা।
সংস্থাটির কর্ণধার রণদেব দাস জানান, এই ধরনের উদ্যোগ আমরা প্রতিবছরই নিয়ে থাকি এবছর একটু অন্যভাবে দিনটি পালন করা হয়। তাঁদের এই উদ্যোগ কে এলাকাবাসীরা স্বাদুবাদ জানিয়েছেন।

Comments