SSC Recruitment

SSC নিয়োগে শূণ্যপদ ঘোষণা মুখ্যমন্ত্রীর মাথায় হাত চাকরিহারা শিক্ষকদের

৪৪ হাজার ২০৩ টি শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ

সঞ্জয় কুমার দোলুই, হুগলি : চাকরি হারিয়ে পথে বসে আছেন শিক্ষকরা। আজ ২১ দিন হয়ে গেল শিক্ষকরা বিকাশ ভবনের সামনে ধর্নায় বসে আছে চাকরি ফিরে পাবার আশায়। তাঁরা চক ডাস্টার নিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াতে চায়, স্কুলে ফিরতে চায় । সুপ্রিম কোর্টের রায়ের ফলে তাদের চাকরিগুলি চলে গেছে। দূর্নীতির কারণে তারা চাকরিহারা! তাই বাধ্য হয়ে রাজ্য সরকারের মুখের দিকে তাকিয়ে আছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। আজ ২৭ মে মঙ্গলবার বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানালেন, সুপ্রিম কোর্টের নিয়ম মেনে ৩১ মে - র  মধ্যে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। তিনি জানালেন, চাকরিহারা শিক্ষকদের কাছে দুটি অপশন খোলা রইল একদিকে সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়ায় রিভিউ পিটিশন করা হয়েছে রাজ্যের তরফ থেকে অন্যদিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ চাকরিহারা শিক্ষকদের নতুন করে আবার পরীক্ষায় বসতে হবে । মাননীয়া মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে, চাকরিহারা শিক্ষকরা "মৃত্যুর পরোয়ানার জারির" সাথে তুলনা করেছেন। 

৪৪ হাজার ২০৩ শূণ্য পদে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ

আজ সাংবাদিক বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল সার্ভিসের কমিশনের ৪৪ হাজার ২০৩ শূণ্য পদে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানালেন। ৩০ মে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের নোটিফিকেশন। ১৬ই জুন থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করা যাবে ১৬ জুন থেকে ১৪ ই জুলাই পর্যন্ত। সকলে আবেদন করতে পারবে এবং বয়সের ছাড় দেওয়া হবে যারা বয়সের কারণে পরীক্ষায় বসতে পারবেন না। এদিন স্পষ্টতই মাননীয়া জানিয়ে দেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। 

এসএসসি নিয়োগে শূণ্যপদ

চাকরিহারাদের কথা মাথায় রেখে অতিরিক্ত শূণ্যপদ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য অতিরিক্ত শূণ্যপদ ১১ হাজার ৫১৭ টি, একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের জন্য অতিরিক্ত  শূণ্যপদ ৬ হাজার ৯১২ টি, এসএসসি গ্রুপ সি নিয়োগের জন্য অতিরিক্ত  ৫৭১ টি এবং এসএসসি গ্রুপ ডি নিয়োগের জন্য  অতিরিক্ত শূণ্যপদ ১ হাজার টি। স্পষ্ট ভাবে বলা যায় মোট শূণ্যপদ ৪৪ হাজার ২০৩ শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে। 

  • মোট নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য শূণ্যপদ ২৩ হাজার ২১২ টি। 
  • মোট একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের জন্য শূণ্যপদ ১২ হাজার ৫১৪ টি। 
  • এসএসসি গ্রুপ সি নিয়োগের জন্য শূণ্যপদ ২ হাজার ৯৮৯ টি
  • এসএসসি গ্রুপ ডি নিয়োগের জন্য শূণ্যপদ ৫ হাজার ৪৮৮ টি। 

নতুন এসএসসি নিয়োগে সুযোগ কারা পাবেন? 

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে স্কুল সার্ভিস কমিশনের ৪৪ হাজার ২০৩ টি শূণ্যপদে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের কথা ঘোষণা করেন। এই নতুন নিয়োগ কথা শুনে চাকরিপ্রার্থীদের মনে প্রশ্ন দেখা দিয়েছে কারা কারা এই নিয়োগ পদ্ধতিতে পরীক্ষায় বসতে পারবেন। মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, "সবাই বসতে পারবে" অর্থাৎ ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় যারা ফর্মফিলাম করেছেন এবং নতুন রা যারা সদ্য বিএড পাশ করেছেন তারাও বসতে পারবে। পুরাতনদের সাথে নতুন রা এসএসসি নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন। চাকরিহারা প্রার্থীদের সাথে নতুনদের সুযোগ দেওয়া হলো এতে করে জটিলতা বাড়তে পারে বলে মনে করছে একাংশ। চাকরিহারা শিক্ষকরা এই নিয়োগ বিজ্ঞপ্তি কে মৃত্যুর পরোয়ানা জারির সাথে তুলনা করেছেন। 

৪৪ হাজার ২০৩টি শূণ্যপদে নিয়োগ বিজ্ঞপ্তির নেপথ্যে কারণ

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্র করে ২৬ হাজার চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট। ৩রা এপ্রিল ২০২৫   সুপ্রিম কোর্টে ২৫ হাজার ৭৫৩ এর ভাগ্য পরীক্ষা ছিলো। সেখানে শীর্ষ আদালত জানিয়ে দিলো কলকাতা হাইকোর্ট রায়ের পুনর্বহাল থাকলো। অর্থাৎ পশ্চিমবঙ্গে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায়  নিয়োগ দূর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছিলো কলকাতা হাইকোর্ট দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার এর বেঞ্চ হাইকোর্টের সেই রায় ই বহাল রাখলো। অর্থাৎ ২৫ হাজার ৭৫৩ জনের নিয়োগ দূর্নীতি জন্য চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট ২০২৫ সালে ৩রা এপ্রিল। এবং এর সাথে নতুন করে নিয়োগের কথা বলে শীর্ষ আদালত। পরে আবার সুপ্রিম কোর্টে এক শুনানিতে রাজ্যসরকার কে ৩১ মে ২০২৫ শের মধ্যে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার ডেডলাইন বেঁধে দেয়। সেই পরিপ্রেক্ষিতে আজ ৪৪ হাজার ২০৩ টি শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement