Robber arrested
দক্ষিণ দিনাজপুরে পুলিশের জালে গাজোলের ছয় ডাকাত, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জাম
দক্ষিণ দিনাজপুরে বড়সড় সাফল্য হরিরামপুর থানার পুলিশের। ডাকাতির উদ্দেশ্যে মালদা থেকে এসে ধরা পড়ল ছয় যুবক। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দেশি আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী।

নিজস্ব প্রতিনিধি। ২০ ই জুন ২০২৫। : দক্ষিণ দিনাজপুরে বড়সড় সাফল্য হরিরামপুর থানার পুলিশের। ডাকাতির উদ্দেশ্যে মালদা থেকে এসে ধরা পড়ল ছয় যুবক। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দেশি আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। বৃহস্পতিবার গভীর রাতে রুটিন নাকা চেকিং চলাকালীন গঙ্গারামপুর মহকুমার হরিরামপুর থানার হাসপাতাল মোড় এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার গঙ্গারামপুরে এক সাংবাদিক সম্মেলনে গোটা ঘটনার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ইন্দ্রজিৎ সরকার।
পুলিশের জালে ডাকাত
পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল— জাকারিয়া সিদ্দিকী, সত্যেন মাহাতো, কর্ণ মাহাতো, কৌশিক মাহাতো, জগন্নাথ ঠাকুর এবং শুভজিৎ মাহাতো। প্রত্যেকের বাড়িই মালদা জেলার গাজোল থানার অন্তর্গত।
হরিরামপুর থানার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতেও হাসপাতাল মোড় এলাকায় প্রতিদিনের মতো রুটিন নাকা চেকিং চলছিল। তখন একটি ছোট গাড়িতে করে ছয় যুবক সন্দেহজনকভাবে নাকা চেকিং পেরোনোর চেষ্টা করে। পুলিশ গাড়িটিকে আটকে তল্লাশি চালায় এবং উদ্ধার করে একটি দেশি আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সামগ্রী। ধৃতদের সঙ্গে থাকা সামগ্রীর ধরন দেখে পুলিশ নিশ্চিত হয় যে তারা কোনো অপরাধমূলক কাজের উদ্দেশ্যেই এলাকায় প্রবেশ করেছিল।
মালদা থেকে দক্ষিণ দিনাজপুরের গাজোলে এসেছে ডাকাত দল
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা মালদার গাজোল এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করেছিল।
ঘটনার পরপরই ধৃতদের গ্রেপ্তার করে শুক্রবার গঙ্গারামপুর মহকুমা আদালতে হাজির করা হয় এবং তাদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। বর্তমানে হরিরামপুর থানার পুলিশ এই ঘটনার পেছনে আর কে বা কারা রয়েছে, তা জানার জন্য গভীর তদন্তে নেমেছে।
পুলিশি সূত্রের খবর, এই ডাকাত দলের সঙ্গে কোনো বড় চক্র জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ দিনাজপুরে বাইরে থেকে এসে অপরাধমূলক কাজ করার এই প্রবণতা রুখতে কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন।

Comments