Shubman Gill

বিশ্বরেকর্ড শুভমান গিলের, বিশ্বের একমাত্র ব্যাটসম্যান এক টেস্টে দ্বিশত রান এবং ১৫০ রানের ইনিংস অবিশ্বাস্য উত্থান!

ক্রিকেট প্রেমী ভারতবাসীর নয়ণের মণি শুভমান গিল বিশ্বের একমাত্র ব্যাটসম্যান এক টেস্টে দ্বিশত রান এবং ১৫০ রানের ইনিংস যা ক্রিকেট বিশ্ব কে মুগ্ধ করেছে

সঞ্জয় কুমার দোলুই। ৬ই জুলাই ২০২৫।  বিশ্বক্রিকেটে গিল যুগের উত্থান। ভারতীয় ক্রিকেটের যুবরাজ শুভমান গিল এর কাঁধে ভারতীয় দলের ভবিষ্যৎ নিরাপদ। ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব কাঁধে নিয়ে ইংল্যান্ড সফরে স্বপ্নের ফর্মে শুভমান গিল। তাঁর খেলায় মুগ্ধ বিশ্ববাসী। ক্রিকেট প্রেমী ভারতবাসীর নয়ণের মণি শুভমান গিল, বিশ্বের একমাত্র ব্যাটসম্যান এক টেস্টে দ্বিশত রান এবং ১৫০ রানের ইনিংস । যা ক্রিকেট বিশ্ব কে মুগ্ধ করেছে। এক টেস্টে দু ইনিংসে ১৫০ বেশি করে রানে রেকর্ড রয়েছে অ্যালান বর্ডার এর নামে। সেই রেকর্ড ও ভেঙে দিলো শুভমান গিল। 

অবিশ্বাস্য এক টেস্টে ৪৩০ রান 

 ইংল্যান্ডে এজবাস্টনে এক টেস্টে দুই ইনিংসে শুভমান গিলে ৪৩০ রান যা অবিশ্বাস্য। ভারতীয় কোন ব্যাটসম্যানের নেই এই রেকর্ড। যা এশীয় ব্যাটসম্যানদের মধ্যে এশিয়ার বাইরে এক টেস্টে সর্বাধিক রান শুভমান গিলের। ভারতীয়দের মধ্যে এক টেস্টে সর্বাধিক রান ছিল সুনীল গাভাস্কারের ৩৪৪ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৭১ সালে। সেই রেকর্ড ভেঙে দিলো শুভমান গিল। এক টেস্ট ৪৩০ রানের ইনিংস অবিশ্বাস্য ইনিংস খেলে শুভমান গিল সুনীল গাভাস্কার, লারা এবং বিরাট কোহেলি রেকর্ড ভেঙে দিলেন। 

এক টেস্টে ৪০০ রানের মাইলফলক স্পর্শ 

এক টেস্ট ৪০০ রানের মাইলফলক স্পর্শ করলেন শুভমান গিল। বিশ্ব ক্রিকেটের ইতিহাসের পাতায় সর্বকালের সেরা তালিকায় নাম থাকবে শুভমান গিলে।একই টেস্টে বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে ৪০০ রানের রেকর্ড করলেন শুভমান গিল। এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে গ্রাহাম গুচের নামে ৪৫৬ রান,  দ্বিতীয় স্থানে আছে শুভমান গিল ৪৩০ রান,  তৃতীয় স্থানে মার্ক টেলর ৪২৬ রান, চতুর্থ স্থানে কুমার সাঙ্গাকারা ৪২৪ রান এবং পঞ্চম স্থানে আছে ব্রায়ান লারা।

Advertisement