Shubman Gill

ইংল্যান্ডের মাটিতে ঐতিহাসিক মূহুর্ত ; দ্বিশত রান শুভমান গিলের। গিল যুগের উত্থান

ভারতের প্রথম অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে দ্বিশতরান  শুভমান গিলের।  শুধুমাত্র ভারতের নয় ; এশিয়ার প্রথম অধিনায়ক হিসাবে SENA দেশেতে দ্বিশত রানের রেকর্ড শুভমান গিলের যা এক ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী থাকলো বিশ্ববাসী।

সঞ্জয় কুমার দোলুই । ৪ঠা জুলাই ২০২৫। ইংল্যান্ডের মাটিতে এক ঐতিহাসিক ইনিংস খেললেন ভারতীয় ক্রিকেটের যুবরাজ শুভমান গিল। ভারতের প্রথম অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে দ্বিশতরান  শুভমান গিলের।  শুধুমাত্র ভারতের নয় ; এশিয়ার প্রথম অধিনায়ক হিসাবে SENA দেশেতে দ্বিশত রানের রেকর্ড শুভমান গিলের, যা এক ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী থাকলো বিশ্ববাসী। শুভমান গিল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৬৯ (৩৮৭) রান করেলেন। তাঁর অসাধারণ বিধ্বংসী ব্যাটিং ক্রিকেট প্রেমী মানুষদের মুগ্ধ করেছে, ইংল্যান্ড শিবিরে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশ্ববাসী শুভমান গিলের মেজাজ এবং অসাধারণ ক্রিকেট প্রতিভায় মুগ্ধ। ভারতীয় ক্রিকেটে শচীন তেন্ডুলকর, বিরাট কোহেলির পর আরও এক বিষ্ময়কর প্রতিভা শুভমান গিল। ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব কাঁধে নেয়ার পর ইংল্যান্ড সফরে পরপর দুটো টেস্টে সেঞ্চুরি করলেন শুভমান গিল। ভারতের ক্রিকেট ভবিষ্যৎ,  গিল এর কাঁধে সুরক্ষিত এবং নিরাপদ। 

অধিনায়ক হিসাবে টেস্টে দ্বিশত রান 

ভারতীয় ক্রিকেটের নয়নের মণি শুভমান গিল। অধিনায়ক হিসাবে শচীন তেন্ডুলকর, সুনীল গাভাস্কার, টাইগার পতৌদি, ধোনি, বিরাট কোহেলি সাথে এক আসনে বিরাজমান। শচীন তেন্ডুলকর, সুনীল গাভাস্কার, টাইগার পতৌদি, মহেন্দ্রসিং ধোনি অধিনায়ক হিসাবে টেস্টে ১ বার করে দ্বিশত রান করেছে। গতকাল ৩রা জুলাই ইংল্যান্ডের মাটিতে ভারতের ষষ্ঠ অধিনায়ক হিসাবে টেস্টে দ্বিশত রান শুভমান গিলের। এটা গিলের অধিনায়ক হিসাবে প্রথম দ্বিশত রান। অধিনায়ক হিসাবে টেস্টে সবচেয়ে বেশি দ্বিশত রান ৭ বার করেছেন বিরাট কোহেলি। ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে বিদেশে মাটিতে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন শুভমান গিল। এর আগে ২০১৬ তে ভারতীয় অধিনায়ক বিরাট কোহেলি নর্থ সাউন্ডে ২০০ রান করেছিলেন।

শুভমান গিলের রেকর্ড 

বিদেশে ইংল্যান্ডের মাটিতে দীর্ঘ ২৩ বছর পর আবার ডাবল সেঞ্চুরি এলো অধিনায়ক শুভমান গিল এর হাত ধরে। ২০০২ সালে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করেছিলেন রাহুল দ্রাবিড়। ২৬৯ রানে শেষ করলেন শুভমান গিল মাত্র ৩১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া হলো। ২৫ বছরের শুভমান গিল ইংল্যান্ডের মাটিতে পরপর দুটি টেস্টে সেঞ্চুরি করলেন তিনি ভারতীয় ক্রিকেটের অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়।  ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করার সাথে সাথে একাধিক রেকর্ড করলেন শুভমান গিল।
১) বিদেশের মাটিতে দ্বিশত রান করা প্রথম এশিয়ান অধিনায়ক শুভমান গিল 

২) ডাবল সেঞ্চুরি করা অধিনায়কের তালিকায় একই সারিতে বিরাজমান। শচীন তেন্ডুলকর, সুনীল গাভাস্কার, টাইগার পতৌদি, মহেন্দ্রসিং ধোনি, বিরাট কোহেলির পর ডাবল সেঞ্চুরি করা অধিনায়কের আসনে বসলেন।
 
৩) ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান শুভমান গিল। বীরেন্দ্র সহবাগ, শচীন তেন্ডুলকর, রহিত শর্মার পর শুভমান গিল হলেন ওয়ানডে এবং টেস্ট দুই ফরম্যাটে ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান। 

৪)ভারতীয় ব্যাটসম্যান হিসাবে ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত রান শুভমান গিলের। এর আগে ইংল্যান্ডের মাটিতে ১৯৭৯ সালে ওভালে ২২১ রান করেছিলেন সুনীল গাভাস্কার

Advertisement