India vs England

আধুনিক যুগের সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, ভারত বনাম ইংল্যান্ড চলতি সিরিজে ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী রেখেছে

এক ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী থাকলো ভারত বনাম ইংল্যান্ড এর অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফি। রবীন্দ্র জাদেজা এই কৃতিত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে।

সঞ্জয় কুমার দোলুই, ৪ঠা আগস্ট : আধুনিক যুগের সেরা টেস্ট অলরাউন্ডার ভারতের নয়নের মণি স্যার জাদেজা। বিশ্বটেস্ট অলরাউন্ডার রাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করে আছে ভারতের স্পিন যাদুকর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ভারত যখনই বিপদে পড়েছে ব্যাট হাতে জাদেজা প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। বল হাতে স্পিন যাদুতে কপোকাত করেছে প্রতিপক্ষকে। ভারতের এই অভিজ্ঞ অলরাউন্ডার খেলায় মুগ্ধ বিশ্ববাসী। ভারত বনাম ইংল্যান্ড এর অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফিতে পাঁচ ম্যাচের সিরিজে রবীন্দ্র জাদেজার ক্রীড়া চাতুর্যের গুনে মুগ্ধ আপামর ভারতবাসী তথা বিশ্ববাসী। ইংল্যান্ডের মাটিতে কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে ধারাবাহিক অসাধারণ পারফরম্যান্স করেছে জাদেজা। চলতি সিরিজে ৫১৬ রান করে ক্রিকেটপ্রেমী মানুষদের কে অবাক করে দিয়েছে।

ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের চলতি সিরিজে সর্বোচ্চ রান করে ১ম স্থান শুভমান গিল ৭৫৪ রান, দ্বিতীয় স্থান ৫৩২ রান কেএল রাহুল এবং তৃতীয় স্থান অর্জন করেছে ৫১৬ রান করেছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অসম্ভব কে সম্ভব করে দেখিয়েছে। জীবনের সেরা ছন্দে তিনি। বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন বিশ্ববাসী কে। আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। চলতি সিরিজে ৫ টি অর্ধশত রান এবং ১ টি সেঞ্চুরি অপূর্ব তার ব্যাটিং পারফরম্যান্স। বিদেশি মাটিতে এই সাফল্য ইতিহাস রচনা করলো। এক ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী থাকলো ভারত বনাম ইংল্যান্ড এর অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফি। রবীন্দ্র জাদেজা এই কৃতিত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। 

রবীন্দ্র জাদেজা ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচে চলতি সিরিজে চলতি সিরিজে ১০ টি ইনিংসে বিধ্বংসী আগুনে ব্যাটিংয়ে ৫১৬ রান করেছে, ব্যাটিং গড় ৮৬.০০। ৫ টি হাফ সেঞ্চুরি এবং ১ টি সেঞ্চুরি করেছে। এবং ৭ টি উইকেট নিয়েছেন। রবীন্দ্র জাদেজা টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৬ নম্বর বা তার নিচে ব্যাটিং করে সর্বাধিক ৫০+ রান করার ক্ষেত্রে গ্যারি সোবার্সের রেকর্ড ভেঙে দিলেন। এছাড়াও রবীন্দ্র জাদেজা ভারত বনাম ইংল্যান্ড টেস্ট এক সিরিজে ৬ টি পঞ্চাশোর্ধ্ব রান করে ইতিহাস সৃষ্টি করলেন যা বিশ্বরেকর্ড। জাদেজা এক মাত্র ব্যাটসম্যান ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে কোন টেস্ট সিরিজের ৬ বার ৫০+ রান করার কৃতিত্ব তাঁর দখলে। 

একই সিরিজে ৬ নম্বর বা তার নিচে ব্যাটিং করে রবীন্দ্র জাদেজা ভারতীয়দের মধ্যে রবি শাস্ত্রী, ভিভিএস লক্ষ্মণ এর রেকর্ড ভেঙে দিলেন। ভারতীয়দের মধ্যে একই সিরিজে  ৬ নম্বরে বা তার নিচে ব্যাটিং করে রবীন্দ্র জাদেজা শীর্ষে রয়েছেন রান ৫১৬ ইংল্যান্ডের বিপক্ষে ২০২৫ সালে চলতি সিরিজে। দ্বিতীয় স্থানে ভিভিএস লক্ষ্মণ ৪৭৪ রান ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে ২০০২ সালে। তৃতীয় স্থানে ৩৭৪ রবি শাস্ত্রী ইংল্যান্ডের বিপক্ষে ১৯৮৪/৮৫ (হোম)। চতুর্থ স্থানে ৩৫০ রান ঋষভ পন্থ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৮/১৯ সালে।

রবীন্দ্র জাদেজা তাঁর ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। কখন বল হাতে স্পিন যাদু দেখিয়েছেন আবার কখনো ব্যাট হাতে ঝড় তুলে প্রতিপক্ষকে দিশেহারা করেছে। তাঁর এই ক্রীড়া চাতুর্যের গুনে, তিনি টেস্টে অলরাউন্ডার এর শীর্ষ স্থান ধরে রাখতে পেরেছে। 

Advertisement