Prime Minister Narendra Modi

অপারেশন সিঁদুর এর পর বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ শে বাংলায় বৈতরণী পার হওয়ার প্রস্তুতি শুরু

তৃণমূল সরকারের ভরসা নেই জনতার। বাংলা শিক্ষক নিয়োগে দুর্নীতি দেখেছি। বহু পরিবারকে শেষ করে দিয়েছে।শিক্ষা ব্যবস্থা অন্ধকার ঠেলে দিয়েছে। আলিপুরদুয়ারে সভায় সোচ্চার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সঞ্জয় কুমার দোলুই : বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপারেশন সিঁদুরের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গ সফরের। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে আজ ২৯ শে মে বৃহস্পতিবার জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিঁদুরের ভারতীয় জওয়ানদের প্রশংসায় পঞ্চমুখ। বাংলার সিঁদুরের সম্মান রক্ষা করার কথাও তিনি বললেন। কাশ্মীরারের পেহেলগাঁও তে সিঁদুর দেখে জঙ্গিরা হত্যা করেছিল হিন্দুদেরকে। এই সিঁদুরের বদলা নিতে "অপারেশন সিঁদুর" যোগ্য জবাব দিয়েছে, এদিন জনসভায় বললেন নরেন্দ্র মোদি। অপরদিকে পশ্চিমবঙ্গে ২০২৬শে বিধানসভা নির্বাচন এর প্রস্তুতি শুরু করলেন আলিপুরদুয়ার জনসভায় মধ্যে দিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ তৃণমূলের দুর্নীতি এবং অসহযোগিতা, উন্নয়নে বাধার কথা তুলে ধরলেন। এছাড়াও বাংলার মালদায় ও মুর্শিদাবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলার যুব সমাজের হতাশার কথাও তিনি তুলে ধরলেন। এক কথায় বলা যায়, পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার মধ্য দিয়ে ২০২৬-শে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেল। 

বাংলার উন্নয়ন প্রয়োজন, বাংলা মেক ইন ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র 

বাংলার উন্নয়ন প্রয়োজন, বাংলা মেক ইন ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিকশিত ভারত গড়ে তুলতে হলে বাংলারও উন্নয়ন প্রয়োজন আলিপুরদুয়ার জনসভা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার উন্নয়নই বিকশিত ভারতের জয়। বাংলার ভবিষ্যৎ ঠিক করবে যুবকরাই। বাংলার উন্নয়নের জন্য হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে কেন্দ্র। কেন্দ্র সরকারের উদ্যোগে কল্যাণী এম তৈরি হয়েছে। নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি স্টেশন পুনর্গঠন করা হয়েছে, ফ্রেট করিডর করা হয়েছে। কলকাতা মেট্রোর উন্নতি করা হয়েছে। 

বাংলার শিক্ষাব্যবস্থা এবং যুবসমাজের হতাশায় সোচ্চার 

আলিপুরদুয়ারের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার তৃণমূল সরকারকে এক হাত দিলেন। তিনি বললেন, বাংলার হাজার হাজার শিক্ষকের ক্যারিয়ার বরবাদ হয়েছে। হাজার হাজার পরিবারকে অনিশ্চিতায় ফেলে দিয়েছে। গরিব পরিবারের ছেলেমেয়েদের অন্ধকারে ঠেলে দিয়েছে। বাংলার পুরো শিক্ষা ব্যবস্থা বরবাদ। এত বড় পাপ তৃণমূল নেতারা করেছে আর তারা নিজেদের দোষ মানছে না; উল্টে আদালতকে দোষী বলছে। 

বাংলার শিক্ষক নিয়োগ দূর্নীতি নিয়ে সোচ্চার 

আলিপুরদুয়ারের জনসভা থেকে নরেন্দ্র মোদি শিক্ষক বাংলায় শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সোচ্চার হলেন। তিনি বলেন, দুর্নীতির প্রভাব গরিব মানুষের উপর পরে আর তার উদাহরণ দেখলাম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। এই সরকার হাজার হাজার শিক্ষককে অসহায় করে দিল। অন্ধকারে ঠেলে দিলে তাদের ভবিষ্যৎ। এত বড় পাপ তৃণমূল নেতারা করল, অদ্ভুতভাবে নিজেদের দোষ মানছে না আর উল্টে তারা আদালতকে দোষী বলছে। 

বাংলার সরকার কে নির্মম সরকার মন্তব্য প্রধানমন্ত্রীর

আলিপুরদুয়ারের জনসভা থাকে নরেন্দ্র মোদি তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বললেন, "বাংলার চিৎকার, চাই না এই নির্মম সরকার"। বাংলার মানুষের এই তৃণমূল সরকারের ওপর কোন ভরসা নেই বাংলার মুর্শিদাবাদ মালদায় যা হয়েছে তা তৃণমূল সরকারের নির্মমতার উদাহরণ। গরিব মায়ের সব পুঁজি শেষ গেছে। পুলিশ দাঁড়িয়ে দেখেছে। 

কেন্দ্র সরকারের প্রকল্পে বাধা এবং উন্নয়নে বাধা 

আজ আলিপুরদুয়ারে জনসভায় নরেন্দ্র মোদি বললেন, বাংলার সরকার একদিকে কেন্দ্র সরকারের প্রকল্পের বাধা প্রদান করছে আবার ও উন্নয়নে বাধা সৃষ্টি করছে।প্রধানমন্ত্রী বলেন, বিশ্বকর্মা যোজানোর জন্য রাজ্যে  আট লক্ষ আবেদন আটকে আছে। রাজ্য সরকার এর উপর বসে গিয়েছে, এই যোজনা চালু করছে না। আয়ুষ্মান ভারত চালু হতে দেয়নি এরাজ্যে। কেন্দ্রের অনেক বড় প্রকল্প রাজ্য কার্যকর করা হয় না। প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করতে দিল না এখানকার নির্মম সরকার। 

তৃণমূলকে আদিবাসী বিরোধী বলে সম্মোধন

"আদিবাসী সমাজকে সম্মান করে না তৃণমূল" বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেন, যখন এনডিএ একজন আদিবাসী জনজাতির মহিলাকে দেশের সর্বোচ্চ পদে বসাতে চেয়েছিল তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তার বিরোধিতা করেছিল। দেশের রাষ্ট্রপতি হওয়া থেকে দ্রৌপদী মুর্মুকে আটকাতে চেয়েছিল ওরা। আগামী ভোটেই আদিবাসী বিরোধী দলকে ক্ষমতায় আনবেন না। চা বাগানের শ্রমিকদের ও ছাড়েনি এরা, দুর্নীতির জন্য চা বাগান বন্ধ হচ্ছে। শ্রমিকদের হাতে কাজ নেই। পিএফ নিয়ে যা হয়েছে তা ঠিক হয় নয়। গরিব মানুষকে টাকা দেওয়া হচ্ছে না। 

২০২৬ এর নির্বাচনের দামামা শুরু 

বঙ্গ সফরে সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় বৈতরণী পাড় হওয়ার যেন বার্তা দিলেন আলিপুরদুয়ারের জনসভায় একদিকে তিনি বাংলার উন্নয়নের কথা বললেন আবার অপরদিকে বাংলায় তৃণমূল সরকারের দুর্নীতি এবং বাংলার অব্যবস্থার কথা তুলে ধরলেন। তিনি বললেন, তৃণমূল সরকারের ভরসা নেই জনতার। বাংলা শিক্ষক নিয়োগে দুর্নীতি দেখেছি। বহু পরিবারকে শেষ করে দিয়েছে।শিক্ষা ব্যবস্থা অন্ধকার ঠেলে দিয়েছে। তিনি বাংলার জনতাকে ডাক দিলেন, "বাংলার চিৎকার, চাই না এই নির্মম সরকার"। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন "অপারেশন সিঁদুর এর ধাঁচে অপারেশন বেঙ্গল" আসলে ২০২৬ শের নির্বাচনে বাংলাকে পাখির চোখ করতে চাইছে বিজেপি।

Advertisement