Anubrata Mandal
বোলপুরে বিজেপির ‘নারী সম্মান যাত্রা’, অনুব্রতকে ঘিরে শুভেন্দুর তোপ
বোলপুর থানার আইসিকে উদ্দেশ্য করে অনুব্রত মণ্ডলের কদর্য ভাষায় গালিগালাজের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর রাজ্যজুড়ে শুরু হয় বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া অবস্থান নেয় বিজেপি। মহিলাদের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহারের প্রতিবাদে আজ ৯ ই জুন সোমবার বোলপুরে বিজেপির পক্ষ থেকে ‘নারী সম্মান যাত্রা’ অনুষ্ঠিত হয়
শুভদীপ গুঁই; বোলপুর : বোলপুর থানার আইসিকে উদ্দেশ্য করে অনুব্রত মণ্ডলের কদর্য ভাষায় গালিগালাজের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর রাজ্যজুড়ে শুরু হয় বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া অবস্থান নেয় বিজেপি। মহিলাদের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহারের প্রতিবাদে আজ ৯ ই জুন সোমবার বোলপুরে বিজেপির পক্ষ থেকে ‘নারী সম্মান যাত্রা’ অনুষ্ঠিত হয়।
নারী সম্মান যাত্রা’য় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বীরভূম জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক। বোলপুর শহরে পদযাত্রা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী একাধিক বিস্ফোরক মন্তব্য করেন।
বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
বোলপুরে নারী সম্মান যাত্রা’য় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানান, বোলপুর থানার আইসির দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, কাজল শেখেরও মোবাইল বাজেয়াপ্ত করে তদন্তের আওতায় আনা হোক। শুভেন্দুর কথায়, “যদি নিরপেক্ষ তদন্ত হয়, তাহলে কার বক্তব্য সত্য তা পরিষ্কার হবে।”
কাজল শেখ এর আগেই জানিয়েছিলেন যে তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালতে মামলা করবেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুভেন্দু বলেন, “আমি ওয়েলকাম জানাচ্ছি। আমি আদালতে অনুরোধ জানাব, মামলাটি CBI-এর কাছে হস্তান্তর করা হোক। তাহলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”
ভাইরাল অডিও
শুভেন্দু অধিকারীর দাবি, ভাইরাল হওয়া অডিও বার্তাটি বিজেপিকে পাঠিয়েছিলেন কাজল শেখ নিজেই। তিনি বলেন, “কাজল শেখ একজন গুরুপ ডির কর্মচারী। ওর ভাইপোর বলেই বোলপুরে গলা তুলে কথা বলে। কিন্তু এক সময় অনুব্রত মণ্ডলের গুঁতো খেয়ে কোলাঘাটে এসে আমার অফিসে পা ধরে বসে থাকত।”
অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই গৃহবন্দি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। এই অবস্থায় তাঁর বিরুদ্ধে নতুন করে আরও রাজনৈতিক চাপ সৃষ্টি করতে উদ্যোগী হয়েছে বিজেপি।

Comments