Mysterious death

গোঘাটে বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু: রাজনীতিতে নয়া আলোড়ন

হুগলি জেলার গোঘাটের সানবাদী এলাকায় বিজেপি মন্ডলের সদস্য বাকিবুল্লা মোল্লার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই রহস্যজনক মৃত্যু ঘিরে ইতিমধ্যেই গোঘাটের রাজনীতিতে নতুন করে সাড়া পড়েছে। একের পর এক বিজেপি নেতৃত্ব বাকিবুল্লার পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন।

 অমিত কুন্ড, চিন্ময় পাল (গোঘাট)। ২৭ শে জুন ২০২৫ : হুগলির আরামবাগে বিজেপি নেতার রহস্য জনক মৃত্যু! ২১ শে জুন শনিবার বিজেপি নেতার দুহাত বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধার হয় নিজের বাড়ি থেকে। পুলিশের দাবি আত্মহত্যা, কিন্তু বিজেপির একাধিক নেতা ও কর্মী এছাড়াও বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি সুশান্ত বেরার অভিযোগ "এটা পরিকল্পিত খুন"। হুগলি জেলার গোঘাটের সানবাদী এলাকায় বিজেপি মন্ডলের সদস্য বাকিবুল্লা মোল্লার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই রহস্যজনক মৃত্যু ঘিরে ইতিমধ্যেই গোঘাটের রাজনীতিতে নতুন করে সাড়া পড়েছে। একের পর এক বিজেপি নেতৃত্ব বাকিবুল্লার পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন।

শুভেন্দু অধিকারী মৃতের পরিবারের সাথে দেখা করা এবং পাশে থাকার আশ্বাস 

কয়েকদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। আজ সকালে বাকিবুল্লার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী। তাঁর সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা, মনোয়ার আলী সহ বিজেপির একাধিক নেতৃত্ব।

বিজেপি সংখ্যালঘু মোর্চার আর্থিক সহায়তা প্রদান 

বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতির চার্লস নন্দী পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন এবং বাকিবুল্লার ছেলে ও মেয়ের ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। পরিবারের দাবি, বাকিবুল্লার এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তারা এই ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন।

ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। তবে রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, এই মৃত্যু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। এই ঘটনায় গোঘাটের রাজনীতিতে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে।

Advertisement