Missing minor

রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল ১৪ বছরের এক নাবালিকা

রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল ১৪ বছরের এক নাবালিকা, নাম রূপা কুমারী। দুর্গাপুরের এনআইটি ৭ নম্বর গেট সংলগ্ন বস্তি এলাকার বাসিন্দা রূপা কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত রবিবার বিকেলে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে, তারপর আর ফেরেনি।

নিজস্ব প্রতিনিধি । ১৬ই  জুন ২০২৫। : রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল ১৪ বছরের এক নাবালিকা, নাম রূপা কুমারী। দুর্গাপুরের এনআইটি ৭ নম্বর গেট সংলগ্ন বস্তি এলাকার বাসিন্দা রূপা কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত রবিবার বিকেলে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে, তারপর আর ফেরেনি।

নিখোঁজ নাবালিকা

নিখোঁজ রূপার বাবা সিকন্দর পাসওয়ান দীর্ঘ ১৮ বছর ধরে ওই এলাকায় পরিবার নিয়ে বসবাস করছেন। রূপার মা জানান, “দুপুরে খাওয়ার পর বাড়িতে পড়ছিল। বিকেলে কিছু জিনিস আনতে বের হয়, তারপর আর ফিরে আসেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। মনে হচ্ছে কেউ ওকে তুলে নিয়ে গেছে।”স্থানীয় বাসিন্দা মনি রায় বলেন, “রূপা খুব ভদ্র মেয়ে ছিল, কারও সঙ্গে খারাপ ব্যবহারের পরিচয় ছিল না। ছেলেদের সঙ্গে মেশা দূরের কথা, কথা বলতেও দেখিনি।”

তদন্ত চলছে নিখোঁজ নাবালিকার 

ঘটনার পর রূপার পরিবার দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
চিকিৎসকদের মতে, এমন ঘটনার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ ও সঠিক সময়ে রিপোর্ট করা হলে উদ্ধার পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ে। বর্তমানে রূপার পরিবারের একটাই অনুরোধ— তাঁদের মেয়েকে যেন দ্রুত ফিরে পাওয়া যায়।

Advertisement