Missing

নিখোঁজ হওয়া ৩ শিশু কে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো লাভপুর থানার পুলিশ

ধর্মরাজ পুজো উপলক্ষে লাভপুরের শ্রীকৃষ্ণপুর গ্ৰামে ছিল মেলা আর সেই মেলা দেখতে গিয়েই মেলার ভিড়ে  সংশ্লিষ্ট গ্ৰামের বছর পাঁচের পিকু মাড্ডি, বছর চারের শিবানী বাসকি ও বছর ছয়ের প্রিয়া বাসকি রা ১১ই জুন বুধবার দুপুর ৩টে থেকে নিখোঁজ হয়ে যায়‌।

শুভদীপ গুঁই; লাভপুর : ধর্মরাজ পুজো উপলক্ষে লাভপুরের শ্রীকৃষ্ণপুর গ্ৰামে ছিল মেলা আর সেই মেলা দেখতে গিয়েই মেলার ভিড়ে  সংশ্লিষ্ট গ্ৰামের বছর পাঁচের পিকু মাড্ডি, বছর চারের শিবানী বাসকি ও বছর ছয়ের প্রিয়া বাসকি রা ১১ই জুন বুধবার দুপুর ৩টে থেকে নিখোঁজ হয়ে যায়‌। গ্রামে চাঞ্চল্য দেখা দেয়। খোঁজাখুঁজি শুরু হয় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা। 

নিখোঁজ শিশুদের উদ্ধার লাভপুর থানার পুলিশ
 
লাভপুর থানায় ওই ৩ শিশুর নিখোঁজ হয়ে যাওয়ার লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ তৎক্ষণাৎ অভিযোগ পেয়ে তাঁদের খোঁজাখুঁজি শুরু করে বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ লাভপুরের সুবোলপুর গ্ৰাম থেকে ওই তিন শিশু কে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে পুলিশ।

মেলায় হারিয়ে যাওয়া তিন জন শিশু উদ্ধার

পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন শিশু তাঁদের শ্রীকৃষ্ণপুর গ্ৰামে ধর্মরাজ পুজোর মেলা দেখতে গিয়েছিল বাই সাইকেল নিয়ে, মেলায় অসংখ্য মানুষের সমাগম থাকায় তাঁরা পথ ভুল করে অন্য দিকে চলে যায় পরে তাঁদের ছবি ও নজর বন্দি ক্যামেরার ছবি দেখে বিভিন্ন জায়গায় জিজ্ঞেসাবাদ করার পরে আজ ১২ জুন বৃহস্পতিবার সকালে সুবোলপুর গ্ৰামের একটি ফাঁকা বাড়ি থেকে পুলিশ তাদের উদ্ধার করে।আমরা ওই শিশু গুলি কে পরিবারের হাতে তুলে দিতে পেরে খুশি।

পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জ্ঞাপন উদ্ধারকৃত শিশুর পরিবার 

এদিন লাভপুর থানার পুলিশ শিশু গুলি কে উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় নিয়ে আসে। সেখানে তাদের পরিবারের সদস্যদের ডেকে শিশু গুলি কে মিষ্টি মুখ করিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, "পুলিশ প্রশাসন কে অসংখ্য ধন্যবাদ জানায়। তারা না থাকলে হয়তো আমরা খুঁজে বের করতে পারতাম না শিশু গুলি কে"।

Advertisement