Road condition
বোলপুর-মকরমপুর রাস্তার হাল বেহাল; স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ বিক্ষোভ
দীর্ঘ চার বছর ধরে চিত্রা মোড় থেকে উত্তর নারায়নপুর পর্যন্ত পিচ রাস্তার বেহাল দশা। ২০২২ সালে রাস্তা টি সম্প্রসারণের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ করা হলেও এখনো পর্যন্ত সেই কাজ চলছে ধীর গতিতেই যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা।

শুভদীপ গুঁই; বোলপুর । ৫ই জুলাই ২০২৫। বছর চারেক ধরে ধীর গতিতে চলছে বেহাল রাস্তার মেরামতির কাজ আর তাতেই স্থানীয়'রা ক্ষুব্ধ হয়ে গাছের গুঁড়ি ফেলে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ বোলপুর মকরমপুর রাস্তায়।
রাস্তা নাকি খানাখন্দ হয়ে পরিণত হয়েছে ডোবায়! শহর বোলপুরের চিত্রা মোড় থেকে উত্তর নারায়নপুর পর্যন্ত দীর্ঘ ৪ কিলোমিটার বোলপুর থেকে লাভপুর যাওয়ার রাস্তার হাল বেহাল।
চার বছর ধরে ধীর গতিতেই চলছে রাস্তা সম্প্রসারণের কাজ। এবার বীতশ্রদ্ধ হয়ে শনিবার স্থানীয় এলাকাবাসী রা বোলপুর মকরমপুর রাস্তা অবরোধ করে রীতিমতো গাছের গুড়ি ফেলে, রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
উল্লেখ্য, দীর্ঘ চার বছর ধরে চিত্রা মোড় থেকে উত্তর নারায়নপুর পর্যন্ত পিচ রাস্তার বেহাল দশা। ২০২২ সালে রাস্তা টি সম্প্রসারণের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ করা হলেও এখনো পর্যন্ত সেই কাজ চলছে ধীর গতিতেই যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। এমনকি বেহাল অবস্থার জেরে একাধিক বার পথ দুর্ঘটনাও ঘটেছে ওই রাস্তায় তবুও হেল দোল নেই প্রশাসনের।
স্থানীয়দের অভিযোগ, পুজোর আগে এই রাস্তার কাজ দ্রুত শেষ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবে। যদিও এবিষয়ে, প্রশাসনিক মহলের তরফে কোন বক্তব্য পাওয়া যায়নি।

Comments