কালীঘাট অভিযান
অভয়ার বিচারের দাবিতে অভয়া মঞ্চে এর ডাকে কালীঘাট অভিযান জনতার
অভয়ার ন্যায় বিচারের দাবিতে অভয়ামঞ্চের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার জনতা হাজির হয়েছে কালীঘাট অভিযানে।

কলকাতা, ৯ ই আগস্ট : অভয়ার বিচার চেয়ে কালীঘাট অভিযান জুনিয়র চিকিৎসকদের। অভয়ার ন্যায় বিচারের দাবিতে অভয়ামঞ্চের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার জনতা হাজির হয়েছে কালীঘাট অভিযানে। বাংলার মা-বোনেরা সামিল হয়েছে অভয়ার বিচারের দাবিতে। তাদের মুখে মুখে শ্লোগান, "আপস নয় সংগ্রাম, অভয়ার বিচার চাই" আরজি কর এর বিচার চাই। এক বছর আগে অভয়ার নৃশংস অত্যাচারে ঘটনা যে মানুষ ভোলেনি তাঁর ই জ্বলন্ত প্রামাণ অভয়ার বাবা-মা ডাকে নবান্ন অভিযান এবং জুনিয়র চিকিৎসকদের ডাকে কালীঘাট অভিযান।
৯ ই আগস্ট ২০২৪ সালে কলকাতার মহানগরীর তিলোত্তমা বুকে আরজি কর মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় পড়ুয়া মহিলা চিকিৎসক এর নৃশংস খুন এবং বর্বরোচিত নারকীয় ঘটনায় উত্তাল হয়ে ওঠে তিলোত্তমা তথা বাংলার জনতা। আজ এক বছর পার হয়েছে অভয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন বাংলার জনগণের। অভয়ার বিচারের দাবিতে আজ ৯ ই আগস্ট হাজরা মোড়ে জমায়েত হয়েছে হাজার হাজার মানুষ। সকলের একটাই দাবি অভয়ার বিচার চাই.. অভয়া কে কেউ ভোলেনি এবং ভুলতে দেবে না।
হাজরা মোড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। লোহার ব্যারিকেড রাখা রয়েছে। সেই ব্যারিকেড কে ধাক্কা মেরে চলছে জনতা লক্ষ্য একটাই কালীঘাট অভিযান। রয়েছে বিশাল পুলিশ বাহিনী, মহিলা পুলিশের ঢাল, RAF, এবং সাদা পোশাকের পুলিশ, পুলিশের উচ্চপদস্থ কর্মচারীরাও উপস্থিত রয়েছে। জুনিয়র চিকিৎসকদের সাথে আছে তামান্নার মা সাবিনা ইয়াসমিন। কালীগঞ্জ থেকে তিনি বিচার চাইতে কালীঘাটে এসেছেন। শ্লোগান এবং জনতার কলবরে মুখরিত হয়ে উঠেছে হাজরা মোড়। নবান্ন অভিযানে অভয়ার মা আঘাত পেয়েছে। এই ঘটনায় আরও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কালীঘাট অভিযানে। নবান্ন অভিযানে সাধারণ মানুষের উপর পুলিশের লাঠিচার্জ এবং অভয়ার মা উপর আঘাতের প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবস্থান বিক্ষোভ করে চলেছে পার্ক-স্ট্রিটে।

Comments