West Bengal

২৫ বছর আগেকার প্রকল্পের বাস্তবায়ন, নবনির্মিত রেললাইন ধরে জয়রামবাটি স্টেশনে পৌঁছালো বিশেষ ট্রেন

দীর্ঘ ২৫ বছর পর প্রকল্পের বাস্তবায়ন, নবনির্মিত রেল পথ ধরেই জয়রামবাটি স্টেশনে পৌঁছালো বিশেষ ট্রেন।

২৫ বছরের প্রতীক্ষার অবসান হল অবশেষে। জয়রামবাটী অর্থাৎ সারদা মায়ের গাঁ বলে পরিচিত জায়গায় গড়ালো রেলের চাকা। ২৫ বছর আগে এই প্রকল্পের ঘোষণা হয়েছিল যার বাস্তবায়ন হলো অবশেষে। পরীক্ষামূলকভাবে জয়রামবাটি পর্যন্ত গড়ালো রেলের চাকা। তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। 

২৫ বছর আগেকার প্রকল্পের বাস্তবায়ন

আজ বৃহস্পতিবার ২৭ শে মার্চ, দিনটি বিশেষ দিন হয়ে রইল জয়রামবাটি মানুষের কাছে। কারণ 25 বছর আগেকার একটি প্রকল্প অবশেষে বাস্তবায়িত হল। ২৫ বছর আগে একটি প্রকল্পের ঘোষণা করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রকল্পের বাস্তবায়ন হলো আজ। কমিশন অফ রেলওয়ে সেফটির একটি বিশেষ ট্রেন মায়ের গাঁ অর্থাৎ জয়রামবাটি পর্যন্ত যে নতুন রেললইন তৈরি হয়েছে সেই নতুন রেললাইনে পরীক্ষা মূলক ভাবে ট্রেন চালানো হলো। 

নবনির্মিত রেললাইন ধরে জয়রামবাটি স্টেশনে পৌঁছালো বিশেষ ট্রেন

জয়রামবাটি পর্যন্ত যে নতুন রেললাইন নির্মিত হয়েছে সেখানে পরীক্ষামূলকভাবে কমিশন অফ রেলওয়ে সেফটির একটি বিশেষ ট্রেন চালানো হলো আজ। আজ বেলা তিনটে নাগাদ মায়ের গাঁ জয়রামবাটি স্টেশনে সেই বিশেষ ট্রেন পৌঁছায় আর এই বিশেষ ট্রেন দেখতে এবং ঐতিহাসিক একটি মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে হাজার হাজার মানুষ ভিড় জমান জয়রামবাটি স্টেশনে। 

নবনির্মিত রেলপথে পরীক্ষামূলকভাবে চালানো হলো বিশেষ ট্রেন 

প্রাচীনকালের মল্ল রাজধানী বিষ্ণুপুরকে ঐতিহ্যবাহী শৈব তীর্থক্ষেত্র তারকেশ্বরের সঙ্গে রেলপথে যুক্ত করতে ২০০০ ও ২০০১ অর্থবর্ষে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর রেলপথের একটি প্রকল্প ঘোষণা করেন তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্প ঘোষণা হওয়ার পর ধাপে ধাপে হয় জমি অধিগ্রহণ। এবং তারপর শুরু হয় রেলপথ নির্মাণের কাজ। তবে দীর্ঘ ২৫টা বছর কেটে গেছে, অবশেষে আজ সেই নবনির্মিত রেল পথে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হলো।

প্রকল্পের বাস্তবায়নের জন্য দীর্ঘ সময়ের প্রতীক্ষা 

প্রকল্প ঘোষণার পর জমি অধিগ্রহণ এবং তার পরবর্তী সময়ে বেশ কিছু সমস্যা দেখা যায়। যে কারণে রেলপথ নির্মাণের কাজ খুবই ধীরগতি তে হয়। সাম্প্রতিককালে মায়ের গাঁ জয়রামবাটি স্টেশন পর্যন্ত নবনির্মিত রেলপথের কাজ শেষ হয়। আর আজ বৃহস্পতিবার ২৭ শে মার্চ নবনির্মিত রেলপথে পরীক্ষামূলক ভাবে চালানো হয় বিশেষ ট্রেন। 

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ভিড় জমান বহু মানুষ

বহুদিনের অপেক্ষায় ছিলেন জয়রামবাটিবাসী তবে সেই অপেক্ষার অবসান হলো আজ। আগে থেকেই বিভিন্ন এলাকার মানুষ খবর পেয়েছিলেন যে আজকেই নবনির্মিত রেল লাইনে বিশেষ ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হবে, আর সেই ট্রেন দেখার জন্য এবং সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য বিভিন্ন এলাকার মানুষ জয়রামবাটি স্টেশনে ভিড় জমান। শুধু তাই নয় রেল কর্তৃপক্ষের আমন্ত্রণে সন্ন্যাসী ও ভক্তরাও জয়রামবাটি স্টেশনে হাজির হয়েছিলেন।

জয়রামবাটিবাসীর কাছে আবেগঘন ও আনন্দের মুহূর্ত

স্টেশনে উপস্থিত মানুষরা আজকের এই প্রতীক্ষিত দিনটিকে ঐতিহাসিক দিন বলে স্বীকার করে নিয়েছেন। জয়রামবাটি স্টেশনটি রেলপথের সঙ্গে যুক্ত হওয়ার কারণে খুব সহজেই এখন ভক্তরা পূণ্যভূমি দর্শন করতে পারবেন। এছাড়া অর্থনৈতিক উন্নতিও হবে বলে এলাকাবাসীর আশা। দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার পর অবশেষে এই প্রাপ্তি জয়রামবাটির মানুষের কাছে খুবই আবেগঘন এবং আনন্দের।

Advertisement