A terrible fire

খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জখম ১ যুবক

আজ ১৬ ই জুন সোমবার সকালে কলকাতার খিদিরপুর বাজারে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে বাজার চত্বরজুড়ে, পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা।

নিজস্ব প্রতিনিধি : আজ ১৬ ই জুন সোমবার সকালে কলকাতার খিদিরপুর বাজারে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে বাজার চত্বরজুড়ে, পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। এই ঘটনায় এক যুবক গুরুতর জখম হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

দোকান পুড়ে ছারখার 

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে জোর কদমে কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে একাধিক দোকান মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়।

অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট নয়

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে, বাজারে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত এবং পরে সেগুলি একের পর এক বিস্ফোরণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দমকল সূত্রে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর শুরু হবে তদন্ত। স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকেও পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement