Suicide
নদীয়ার হোগলবাড়িয়া থানার পীরতলা থেকে ঝুলন্ত অবস্থায় প্রেমিক যুগলের দেহ উদ্ধার
পারিবারিক অশান্তি জেরে প্রেমিক যুগলের আত্মহত্যা বলে অনুমান

নদীয়ার করিমপুর, অর্ধেন্দু মালাকার : নদীয়া জেলার হোগলবাড়িয়া থানা অধীন পীরতলা এলাকার এক দোকান ঘর থেকে প্রেমিক যুগলের দেহ উদ্ধার করল হোগলবাড়িয়া থানার পুলিশ। পুলিশ সূত্র থেকে জানতে পারা যায় যে ওই দুই প্রেমিক যুগলের বাড়ি করিমপুর থানার অধীন লক্ষীপাড়া তে। প্রেমিক যুগলের দুই বাড়ির মধ্যে ঝামেলা ও ঝগড়া চলছিলো কিছু দিন যাবৎ।দুই পক্ষ ই প্রেমিক যুগলের সম্পর্কে সন্তুষ্ট ছিলো না।
প্রেমিক যুগলের মৃত্যু
মোহিতোষ হালদার বয়স ৩৮ ও উন্নতি হালদার বয়স ৩৭ তাদের বাড়ি একই পাড়াতে। দুই পরিবারের পক্ষ থেকে জানতে পারা যায় যে বেশ কয়েক বছর থেকে তাদের মধ্যে প্রেম ভালোবাসা সম্পর্ক গড়ে ওঠে এই নিয়ে দুই বাড়িতে পরিবারের সকল এর মধ্যে ঝামেলা ও অশান্তি হয়। প্রাথমিকভাবে জানা যায় যে পারিবারিক অশান্তির জন্য প্রেমিক যুগলের মৃত্যু হয়েছে।
ঝুলন্ত মৃত দেহ উদ্ধার পুলিশের
বুধবার ভোরের দিকে হোগলবাড়িয়া পুলিশ তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। করিমপুর হাসপাতাল খবর দেয় করিমপুর থানা কে করিমপুর থানার পুলিশ এসে দেহ দুটিকে নিয়ে যায়। আজ মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় করিমপুর লক্ষীপাড়া তে শোকের ছায়া নেমে এসেছে। হোগলবাড়িয়া থানার পুলিশ তদন্ত নেমেছে এই ঘটনা নিয়ে।

Comments