The Fire
কড়াল আগুনের গ্রাসে আইসক্রিম কারখানা! ঘটনাস্থলে দমকল বাহিনী
নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের পাশেই ছিল একটি আইসক্রিম কারখানা। সেই কারখানাতেই আগুন লেগে বিপত্তি ঘটে। খবর দেওয়া হয় দমকলে তবে দমকল আসার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুভদীপ গুঁই, নানুর : মধ্যরাতে আইসক্রিম কারখানায় আগুন। কয়েক মিনিটের লেলিহান শিখায় পুড়ে ছাই আস্ত আইসক্রিম কারখানা। ঘটনাটি ঘটে ১৭ ই জুন মঙ্গলবার মধ্যরাতে বীরভূমের নানুর তেরাস্তা থেকে কিছুটা দূরে একটি আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
স্থানীয় সূত্রে জানা গেছে, নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের পাশেই ছিল একটি আইসক্রিম কারখানা। সেই কারখানাতেই আগুন লেগে বিপত্তি ঘটে। খবর দেওয়া হয় দমকলে তবে দমকল আসার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নানুর থানার পুলিশ।
কীভাবে ঘটলো ভয়াবহ এই অগ্নিকাণ্ড?
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার দুপুরে জানা গেছে সংশ্লিষ্ট কারখানাটির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষ্যাধিক টাকার কাছাকাছি।
ঘটনায় কেউ হতাহত হয়নি
আইসক্রিম কারখানার মালিক আশিস পাল জানান,"এই ঘটনায় আইসক্রিম তৈরির একাধিক দ্রব্যাদি আগুনে ভষ্মিভূত হয়েছে ও একটি বড়ো ফ্রিজারও ক্ষতিগ্রস্ত হয়।" যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি।

Comments