West Bengal

২ জনের মধ্যে তুমুল লড়াই! জঙ্গল থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

দুজনের মধ্যে দীর্ঘক্ষণ তুমুল লড়াই, অবশেষে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় জঙ্গল থেকে।

শিলিগুড়ির জঙ্গলে দুটি পূর্ণবয়স্ক হাতির মধ্যে দীর্ঘক্ষন তুমুল লড়াই হয়। সেই লড়াইয়ে পরাস্ত হয়ে মৃত্যু হয় একটি হাতির। মৃত হাতির ক্ষতবিক্ষত দেহ আজ ৯ই মার্চ রবিবার দুপুরে কার্শিয়াং বনবিভাগ এর অন্তর্গত বাগডোগরার টিপু খোলার জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে।

জঙ্গল থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

কার্শিয়াং বন বিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে, বাগডোগরার টিপু খোলার জঙ্গলে দুটি পূর্ণবয়স্ক হাতির মধ্যে ব্যাপক লড়াই হয় এবং তাতে একটি মাকনা হাতির মৃত্যু হয়। মৃত ওই মাকনা হাতির সঙ্গে একটি পুরুষ দাঁতাল হাতি লড়াইয়ে শেষ পর্যন্ত পরাস্ত হয়ে মাকনা হাতিটির মৃত্যু হয়। পুরুষ ওই দাঁতাল হাতির আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে যায় পূর্ণবয়স্ক মাকনা হাতিটি।

জঙ্গলে এ ধরনের ঘটনা কেন ঘটে?

বন বিভাগ সূত্রে জানানো হয়েছে যে, পূর্ণবয়স্ক ওই দাঁতাল হাতিটিকে বেশ কিছুদিন নজরে রাখা হবে। পূর্ণবয়স্ক ওই দাঁতাল হাতিটির উপর নজরদারি চালাতে বনকর্মীরা আশেপাশের এলাকায় নজরদারি চালাচ্ছে। বন বিভাগ সূত্র জানানো হয়েছে - জঙ্গলে এই ধরনের ঘটনা হামেশাই ঘটে থাকে। বুনোদের মধ্যে এই ধরনের লড়াই এলাকা দখল অথবা সঙ্গীর জন্য হয়।

দুটি হাতির মধ্যে লড়াইয়ের কারণ কি? 

পূর্ণবয়স্ক মাকনা হাতিটির ক্ষতবিক্ষত দেহ জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। মাকনা হাতিটির বয়স ত্রিশ বছর। মাকনা হাতি ও দাঁতাল হাতিটির সঙ্গে লড়াইয়ের জন্যই  মাকনা হাতিটির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে বনদপ্তর সূত্রে। এলাকা দখলের জন্য এই লড়াই হতে পারে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে।

কেন মৃত্যু হল মাকনা হাতিটির?

লড়াইয়ে দাঁতাল হাতিটির সঙ্গে মাকনা হাতিটি কোনভাবেই পেরে ওঠেনি, যার কারণে হাতিটির দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। অর্থাৎ দাঁতালের আক্রমণে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। আজ দুপুরে বাগডোগরার টিপু খোলার জঙ্গল থেকে মৃত হাতিটির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement