West Bengal
থার্মোকলের কারখানায় বিধ্বংসী আগুন, আগুনে ঝলসে মৃত্যু ১ শ্রমিকের
থার্মোকলের কারখানায় দাহ্য পদার্থ মজুদ থাকায় কিছুক্ষণের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং ঝলসে মৃত্যু হয় এক শ্রমিকের।

শনিবার বিকেল তিনটে নাগাদ, থার্মোকলের কারখানায় বিধ্বংসী আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ওই কারখানায় প্রচুর পরিমাণে মজুদ ছিল দাহ্য পদার্থ, আর তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে এবং কিছুক্ষণের মধ্যে সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে।
থার্মোকলের কারখানায় বিধ্বংসী আগুন
থার্মোকলের কারখানায় হঠাৎ বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে সেই আগুন তার ভয়াবহ রূপ ধারণ করে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে।
কালো ধোঁয়ায় ভরে যায় ঘটনাস্থল
আজ হাওড়ার একটি থার্মোকলের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে যায়, কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ঐ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয় ওই কারখানার এক শ্রমিকের। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঝলসে যাওয়া শ্রমিকের মৃতদেহ কে আটকে রেখে স্থানীয়রা বিক্ষোভ দেখান।
ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন
হাওড়ার আন্দুলে আলমপুর মোড়ের কাছে একটি থার্মোকলের কারখানায় আজ আগুন লেগে যায়। ওই কারখানায় থার্মোকলের থালা বাটি ইত্যাদি তৈরি হতো। কারখানার মধ্যে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। আজ ৫ই এপ্রিল শনিবার বিকেল তিনটে নাগাদ ওই কারখানায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।
আগুনে ঝলসে মৃত্যু ১ শ্রমিকের
দমকলের তিনটি ইঞ্জিন খুবই দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তবে কারখানার মধ্যে অতিরিক্ত পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন অল্প সময়ের মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় ঘটনাস্থল এবং ওই অগ্নিকাণ্ডে একজন শ্রমিক পুড়ে মারা যান। কারখানায় আগুন লাগার পর, বাকি সব শ্রমিক কারখানার বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু আকাশ হাজরা নামে এক শ্রমিক কারখানার ভেতর থেকে আর বাইরে বেরিয়ে আসতে পারেননি, ফলে ওই শ্রমিকের শরীর আগুনে ঝলসে যায়। মৃত্যু হয় ওই শ্রমিকের।
স্থানীয়দের অভিযোগ ও বিক্ষোভ
শ্রমিকের মৃত্যুতে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন এবং মৃতদেহ আটকে রেখে তাঁরা বিক্ষোভ দেখান। স্থানীয় মানুষ অভিযোগ করেন, - থার্মোকলের এই কারখানায় প্রায়শই আগুন লাগে। যদিও বারবার এই কারখানায় আগুন লাগার পরেও প্রশাসনের উদাসীনতায় বা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে থার্মোকলের এই কারখানা রমরমিয়ে চলছে। এই কারখানার বিরুদ্ধে প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন। যদিও ঘটনাস্থলে আগুন লাগা ও স্থানীয় মানুষদের বিক্ষোভের ঘটনায় ঘটনাস্থলে দ্রুত তার সঙ্গে পুলিশ পৌঁছায়। তবে থার্মোকলের ওই কারখানায় আগুন লাগার ঘটনা কিভাবে ঘটল তা এখনো জানা যায়নি।

Comments