Anubrata Mandal
অনুব্রতর গ্রেপ্তারের দাবিতে জেলা জুড়ে বিক্ষোভ বিজেপির
বোলপুর থানার আইসি-কে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে কার্যত তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি

শুভদীপ গুঁই; বোলপুর : বোলপুর থানার আইসি-কে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে কার্যত তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। আজ শনিবার ৩১ শে মে ২০২৫ বীরভূমের সাঁইথিয়া, রামপুরহাট, বোলপুর ও মহঃম্মদ বাজার থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি।
অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ
বোলপুর থানার আইসি-কে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে বিজেপির কর্মসূচি তে উপস্থিত ছিলেন, গত লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্যর।
প্রিয়া সাহা ও শ্যামাপদ মণ্ডল রা জানান, অনুব্রত মণ্ডলের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে বোলপুর থানার আইসি-কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। তাঁর ভাষ্য, “একজন পুলিশ আধিকারিকের মা, স্ত্রী ও বোনকে নিয়ে যে ভাষায় কথা বলা হয়েছে, তা অত্যন্ত অপমানজনক ও মহিলাদের প্রতি ঘৃণ্য মনোভাবের প্রতিফলন। আমরা নারী হিসেবে নিজেকে অপমানিত বোধ করছি।”
“এটা শুধু একজন পুলিশ আধিকারিকের ব্যক্তিগত অপমান নয়, প্রশাসন ও সমাজের সম্মানেও আঘাত। অনুব্রত মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল
অন্যদিকে রামপুরহাট শহরে বিজেপি কর্মীরা একটি বিক্ষোভ মিছিল করে সংশ্লিষ্ট এলাকার থানার সামনে হাজির হন এবং কর্তব্যরত আধিকারিকদের কাছে স্মারকলিপি জমা দেন। এই কর্মসূচি কে কেন্দ্র করে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীরা থানার ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে বিজেপি কর্মীরা থানার সামনে বসে বিক্ষোভে দেখান।
পাশাপাশি বোলপুরের শান্তিনিকেতন ও মহঃম্মদ বাজার থানার সামনে বিজেপির কর্মীরা বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে থানার ভিতরে প্রবেশ করতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি বাঁধে।পরে থানার সামনে বসেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজ্য ও জেলার রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ গুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Comments