Cricket
ক্রিকেটে আগামী প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছে বাঁকুড়ার সম্ভাবনাময় খুদে স্পিন বোলার অভিরূপ বন্দ্যোপাধ্যায়
১২ বৎসর বয়সেই ক্লাস সেভেনে পড়তে পড়তেই অনূর্ধ্ব ১৩ - তে সিলেকশন ট্রায়ালে জায়গা করে নিয়েছে বাঁকুড়ার সদর শহরের ১নং ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের খুদে ক্রিকেটার বাংলার বিস্ময় কিশোর অভিরূপ বন্দ্যোপাধ্যায়।

বিদ্যুৎ ভৌমিক। ১৭ ই জুলাই ২০২৫। একেই বলে প্রতিভার বিকাশ ।সুপ্ত প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে মাত্র ১২ বৎসর বয়সেই ক্লাস সেভেনে পড়তে পড়তেই অনূর্ধ্ব ১৩ - তে সিলেকশন ট্রায়ালে জায়গা করে নিয়েছে বাঁকুড়ার সদর শহরের ১নং ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের খুদে ক্রিকেটার বাংলার বিস্ময় কিশোর অভিরূপ বন্দ্যোপাধ্যায়।সে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে গড়ে বোলিংয়ে নজির স্থাপন করেছে বাঁকুড়ার অভিরূপ ।দেখা যাক বাঁকুড়ার বোলার নিজের জাত চিনিয়ে স্বীয় ক্রীড়া চাতুর্যের গুণে বাংলা টিমে জায়গা করে নিতে পারে কিনা ! বর্তমানে কলকাতায় ট্রায়াল শিবিরে সে গভীর অনুশীলনে ব্যস্ত ।সেখান থেকেই বাংলার অনূর্ধ্ব ১৩ বিভাগে চূড়ান্ত দল গঠিত হবে ।ছোটবেলা থেকে অভিরূপের চোখে স্বপ্ন ছিল, একদিন ক্রিকেট ময়দানে জাতীয় দলের জার্সি গায়ে চাপানো।সে পথেই এগিয়ে যাচ্ছে অভিরূপ ।তার জন্য সে প্রতিভার সঙ্গে কঠোর পরিশ্রম করে নিজেকে গড়ে তুলতে সমর্থ হয়েছে ।সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ) তাকে অনূর্ধ্ব ১৩ -র দলে ট্রায়ালে ডেকে তার প্রতিভার স্বীকৃতি দিয়ে সম্মানিত করেছে ।সে তার যথার্থ দাম দিতে অগ্রসরমান।
সূত্র মারফৎ জানা যায় যে, বাঁকুড়ার অভিরূপ বাঁকুড়া ক্রিকেট অ্যাকাডেমিতে গোড়া থেকেই অনুশীলন করে আসছে ।সম্প্রতি সিএবি-র সুচারু ব্যবস্থাপনায় অনূর্ধ্ব ১৩ ক্রিকেট প্রতিযোগিতায় লেফট আর্ম স্পিন বোলার অভিরূপ ১৫ টি উইকেট বগলদাবা করে বাংলার ক্রিকেটমহলকে অবাক করে জানান দিয়েছে যে, তার মধ্যেও আগুন আছে। এটা তো স্বীকার করতেই হয় ।তার এই দুরন্ত পারফরম্যান্সের জন্যই অভিরূপ বেঙ্গল অনূর্ধ্ব ১৩ সিলেকশন ট্রায়ালে ডাক পেয়েছে।অভিরূপের সাফল্যে গোটা বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা খুশিতে ভরপুর ।অভিরূপের বাবা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় উচ্ছ্বসিত আবার সতর্ক এই কারণেই যে , ছেলে যাতে খেলাধুলোর সঙ্গে পড়াশুনাটাকে সমান্তরালভাবে চালিয়ে যেতে পারে ।বাঁকুড়া জেলার ক্রীড়ামহলও অভিরূপের বোলিংয়ে মুগ্ধ ।তার এই সাফল্যের কারণে অভিরূপকে বাঁকুড়ার 'ছোট অশ্বিন ' নামকরণ প্রচার শুরু হয়ে গেছে ।বাঁকুড়া ক্রিকেট অ্যাকাডেমির সম্পাদক সুব্রত দরিপা জানালেন যে, অভিরূপ যেন বাংলার হয়ে খেলতে খেলতে একদিন ভারতের জাতীয় দলে পৌঁছে যায় ।বাঁকুড়ার এই খুদে ক্রিকেটার আগামী প্রজন্মের অনুপ্রেরণা হোক।ক্রিকেটেপ্রমী আমজনতা অভিরূপের স্পিন বলের স্বপ্নে বিভোর ।সেই স্পিন বলের বাজিমাত দেখতেই তাঁরা অধীর প্রতীক্ষায় দিন গুনছেন।
ছবি : সংগৃহীত ।

Comments