শুভেন্দু অধিকারী

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা, প্রতিবাদে বিজেপি

কোচবিহার যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপর হামলার প্রতিবাদে মানিকতলায় বিজেপি উত্তর কলকাতা জেলা যুব মোর্চার বিক্ষোভ

সঞ্জয় কুমার দোলুই : ৫ ই আগস্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের উপর হামলায় রাজ্যজুড়ে বিক্ষোভ মিছিল অব্যাহত। কোচবিহার যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপর হামলার প্রতিবাদে মানিকতলায় বিজেপি উত্তর কলকাতা জেলা যুব মোর্চার বিক্ষোভ দেখায়। এছাড়াও জেলায় জেলায় বিজেপির নেতা ও কর্মীরা বিক্ষোভ মিছিল করে। আরামবাগে বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি সুশান্ত বেরার নেতৃত্বে এদিন প্রতিবাদ বিক্ষোভ মিছিল দেখা যায়। কলকাতা হাইকোর্টের আইনজীবী সৈয়দ আলি আফজল চাঁদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, বিরোধী দলনেতার সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্যসরকারের এবং পুলিশের। এছাড়াও তিনি আরও বলেন উদয়ন গুহের নেতৃত্বে হামলা হয়েছে।"  

৫ই আগস্ট মঙ্গলবার কোচবিহারে পুলিশ সুপার অফিসের ঘেরাও অভিযান ছিল বিজেপির। বিজেপি বিধায়কদের উপর হামলা হচ্ছে তার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহারে পুলিশ সুপারের সঙ্গে দেখা করার জন্য কোচবিহারের পথে রওনা দিয়েছিলেন। বেলা ১২ঃ৩৫ মিনিটে কোচবিহারের খাগড়াবাড়ি চৌপতি এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয়ে উপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের পতাকা হাতে এবং কালো পতাকার নিয়ে শুভেন্দু অধিকারীর গাড়ির লক্ষ্য করে গো ব্যাক শ্লোগান দিতে থাকে। ঠিক ওই সময়ই জমায়েত থেকে শুভেন্দু অধিকারীর গাড়ির উপর লাঠি দিয়ে হামলা চালানো হয়। গাড়ির কাঁচ ভাঙ্গা হয় এমনকি নিরাপত্তা রক্ষীর গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর উপর হামলার ঘটনা সম্পর্কে বলেন, "আমি যে গাড়িতে ছিলাম সেই গাড়িতে ভাঙচুর করা হয় আমাকে প্রাণে মারার জন্য এই হামলা হয়েছে"। 

এই ঘটনায় এখন পর্যন্ত একজন কে গ্রেফতার করেছে পুলিশ।স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারী কে ফোন করে খোঁজ খবর নেন। স্থানীয় তৃনমূল নেতৃত্ব শুভেন্দু অধিকারী উপর হামলার ঘটনা কথা অস্বীকার করেছে। প্রাক্তন রাজ্য-বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "বিরোধী দলনেতার যাত্রাপথে  ঊনিশ জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বে নির্দেশ ছাড়া এটা হতে পারে না"। প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে, কি করে আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও বিরোধী দলনেতার গাড়িতে হামলা হয়?

Advertisement