Birbhum
ফের পুলিশ কে কদর্য ভাষায় হুমকি ছাত্র নেতার; ৬ বছরের জন্য সাসপেন্ড করা হলো ওই ছাত্র নেতাকে
বীরভূমের বোলপুর থানার আইসি লিটন হালদার কে অকথ্যভাষায় গালিগালাজ করেন বীরভূমের বাঘ অনুব্রত মন্ডল তা নিয়ে রাজনৈতিক মহল উত্তাল সেই আবহে আবারও সংবাদের শিরোনামে বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ এর বোলপুর থানার আইসি লিটন হালদার কে অকথ্যভাষায় হুমকি

শুভদীপ গুঁই; বোলপুর : সম্প্রতি বীরভূমের বোলপুর থানার আইসি লিটন হালদার কে অকথ্যভাষায় গালিগালাজ করেন বীরভূমের বাঘ অনুব্রত মন্ডল তা নিয়ে রাজনৈতিক মহল উত্তাল সেই আবহে আবারও সংবাদের শিরোনামে বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ এর বোলপুর থানার আইসি লিটন হালদার কে অকথ্যভাষায় হুমকি।বীরভূমের বোলপুর থানার আইসি লিটন হালদারকে বার বার শাসকদলের নেতাদের চোখ রাঙানি সহ্য করতে হচ্ছে একজন প্রশাসনিক আধিকারিক হওয়া সত্ত্বেও। আইনের রক্ষকদের যদি এই অবস্থা হয় বাংলার সাধারণ জনগণের কি অবস্থা হবে? এ নিয়ে রাজনৈতিক তরজা চরম পর্যায়ে।
অকথ্য ভাষায় গালিগালাজের পর এবার হুমকি শাসক-নেতাদের
বোলপুর থানার আইসি লিটন হালদার কে ফের অকথ্য ভাষায় হুঁমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করলেন তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ। পরে সেই ভিডিও তিনি মুছে ফেলেন, তাঁর ফেসবুক থেকে ওই ভিডিও মুছে ফেলার আগেই আজ ১ লা জন রবিবার সমাজ মাধ্যমে তা ভাইরাল।
বিক্রমজিতের অভিযোগ
বিক্রমজিতের যে ভাইরাল ভিডিও বার্তা সামনে এসেছে তাকে বলতে শোনা যায়, "এই আইসি দুর্নীতিগ্রস্ত, বোলপুর থানার আইসি প্রত্যেক বালি ও পাথর মাফিয়ার সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে।"
এছাড়াও বিক্রমজিত রীতিমতে হুঁশিয়ারের সুরে বোলপুরের আইসি-র উদ্দেশে বলেন, "দম থাকলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, তৃণমূল ছাত্র পরিষদ এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে একটা এফআইআর করে দেখাক লিটন হালদার। আপনি দুর্নীতি পরায়ণ, কত লোকের থেকে কী ভাবে টাকা নিয়েছেন, নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রতর নামে তুলে দিতে চেয়েছিলেন, সমস্ত তথ্যপ্রমাণ আছে আমাদের কাছে"।
পুলিকে চ্যালেঞ্জ তৃনমুল নেতা বিক্রমজিতের
তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ পুলিকে চ্যালেঞ্জ করে বলেন,
রেকর্ডিং যে অনুব্রতর, তা প্রমাণ করতে পারবেন? দম আছে? বোলপুর এর আই সি কে এমনই মন্তব্য করে প্রশ্ন ছুড়ে দেন বিক্রমজিৎ সাউ।
পরে বোলপুরের আইসি-কে রীতিমতো চ্যালেঞ্জ করে বিক্রমজিৎ বলেন, "লিটন হালদার, আপনাকে চ্যালেঞ্জ করলাম। আপনি আইসি, সরকারি কর্মী। আমি কোনও অন্যায় করে থাকলে শাস্তি দেবেন।" বিক্রমজিতের এই ভিডিও বার্তা সামনে আসতেই ফের রাজ্য রাজনীতি তে চাঞ্চল্য সৃষ্টি হয়।
পুলিশকে হুমকি দিয়ে পরে ক্ষমা চাওয়া!
উল্লেখ্য, শাসকদলের ছাত্র নেতার পুলিশের আইসি-র প্রতি এই ধরনের আচরণ, এমন ভাষায় আক্রমণ ধেয়ে আসায় সমালোচনা শুরু হয়েছে। আর এই ঘটনার পরেই তিনি অবশ্য ক্ষমা চেয়ে নিয়ে তাঁর সিউড়ির বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে বলে জানা গেছে।
সাসপেন্ড তৃনমুল নেতা বিক্রমজিত
এই ঘটনা কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের তরফে কোন ব্যাবস্থা না নিলেও এদিনই সন্ধ্যায় রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে যে, পুলিশের বিরুদ্ধে অকথ্য ভাষায় মন্তব্য করার জন্য ওই ছাত্র নেতা কে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হলো। যদিও এ প্রসঙ্গে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, আমি ব্যাপারটা শুনেছি ঠিক মতো জানিও না ওটা ছাত্র পরিষদের ব্যাপার তাই তারা যা সিদ্ধান্ত নিয়েছেন তাঁর উপর আমার কিছু বলার নেই।

Comments