বীরভূম

নানুরে রাজনৈতিক সংঘর্ষের মামলায় ৩২ বছর পর কাজল সেখ সহ ১৩ জন কে বেকসুর খালাস দিলো আদালত

তৃণমূল নেতা কাজল সেখ-সহ মোট ১৩ জনকে বেকসুর খালাস দিলো বোলপুর মহকুমা আদালত

শুভদীপ গুঁই; নানুর : প্রায় ৩২ বছর পর বর্তমান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল সেখ-সহ মোট ১৩ জনকে বেকসুর খালাস দিলো বোলপুর মহকুমা আদালত।

উল্লেখ্য, রাজনৈতিক সংঘর্ষের মামলায় ৩২বছর পর রায় দিলো বোলপুর মহকুমা আদালত। ১৯৯৩ সালে নানুরের চারকলগ্রামে সিপিআইএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় আদালতে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার  বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ-সহ মোট ১৩ জনকে বেকসুর খালাস দেয় আদালত।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালতের রায়ে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ মেলেনি। এর ফলে প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে চলা মামলার অবসান ঘটলো এদিন।

এই রায়কে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Advertisement